Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

বাড়ছে এসএসসির ফরমপূরণের সময়

শিক্ষা ডেস্ক

এপ্রিল ৭, ২০২১, ১১:২০ এএম


বাড়ছে এসএসসির ফরমপূরণের সময়

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় শেষ হচ্ছে আজ। তবে বিলম্ব ফিস ছাড়াই এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা বোর্ড।

বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের নতুন সময়সূচি দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে। আর ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়া হলো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও স্কুলগুলোকে হুঁশিয়ার করেছে ঢাকা বোর্ড।

বুধবার (৭ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নির্দেশনা জারি হয়েছে। 

এতে বলা হয়েছে, কোভিড-১৯ বিস্তারের কারণে বিলম্ব ফি ছাড়া এসএসসি পরীক্ষা-২০২১-এর ফরম পূরণের সময় বর্ধিত করে নতুন সময়সূচি জানিয়ে দেয়া হবে। এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করার কোনো সুযোগ নেই। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবারও বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সুযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম। 

তিনি বলে, লকডাউনের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে না পারায় তাদের বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণের সুযোগ দেয়া হবে। শিগগিরই নতুন সূচি জানিয়ে দেয়া হবে। 

আমারসংবাদ/এএসএম