Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

২১ মে নয়, ৬ আগস্ট থেকে হবে ঢাবির ভর্তি পরীক্ষা

শিক্ষা ডেস্ক

এপ্রিল ২৯, ২০২১, ০৭:০০ এএম


২১ মে নয়, ৬ আগস্ট থেকে হবে ঢাবির ভর্তি পরীক্ষা

করোনা ভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা প্রায় আড়াই মাস পিছিয়েছে।

পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ৩১ জুলাই। প্রথমবারের মতো চারুকলা অনুষদে ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই কার্যক্রম। এর আগে ২১ মে থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

তবে এই অনুষদের অংকন পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

সাধারণত বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটের পরীক্ষা দিয়ে ভর্তি কার্যক্রম শুরু হয় দেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়টিতে। এবার দ্বিতীয় ভর্তি পরীক্ষাটি হবে এই ইউনিটে।

৬ আগস্ট পরীক্ষা দেবে বিজ্ঞান অনুষদে ভর্তিচ্ছুরা। পর দিন পরীক্ষা হবে ‘খ’ ইউনিটে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে। বাণিজ্য অনুষদের ‘গ; ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৩ আগস্ট। বিভাগ পরিবর্তনের ‘ঘ’ ইউনিটে পরীক্ষা হবে।

আমারসংবাদ/আরএস