Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

রাবিতে নিয়োগ পাওয়া ১৪১ জনের যোগদান স্থগিত

শিক্ষা ডেস্ক

মে ৮, ২০২১, ০৩:৩০ পিএম


রাবিতে নিয়োগ পাওয়া ১৪১ জনের যোগদান স্থগিত

অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া ১৪১ জনের যোগদান স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত চলমান থাকায় তাদের যোগদান এবং এই সংক্রান্ত সকল কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছে প্রশাসন।

শনিবার (৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৫ মে ইস্যুকৃত সকল অ্যাডহক ভিত্তিতে নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে কোনরূপ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উক্ত নিয়োগ পত্রের যোগদান এবং তদসংশ্লিষ্ট সকল ধরনের কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ করা হলো।

এদিকে বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের শেষ কর্মদিবসের এই নিয়োগকে ‘অবৈধ ও বিধিবহির্ভূত’ উল্লেখ করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটা তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। আজ তদন্ত কমিটি ক্যাম্পাসে এসে সাবেক উপাচার্য আব্দুস সোবহানসহ এই নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন।

আমারসংবাদ/জেআই