Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি শিক্ষকদের

শিক্ষা ডেস্ক

অক্টোবর ১০, ২০২১, ০৯:০৫ এএম


প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি শিক্ষকদের

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রোববার (১০ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। 

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (মহাজোট) এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশ ও মানববন্ধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করবেন বলেও জানান সংগঠনটির নেতারা।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির (মহাজোট) উপদেষ্টা মো. কামাল উদ্দিন, নূর মোহাম্মদ পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক শেখ মতিয়ার রহমান, মো. সাহিদুল ইসলাম প্রমুখ।

কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, শিক্ষকদের রাস্তায় নেমে আন্দোলন করতে হয়, এটা জাতির জন্য লজ্জার। এতে ২০১৩ প্রধানমন্ত্রীকে জাতীয়করণের তালিকা দেওয়া ব্যক্তিরাই দায়ী। তখন জাতীয়করণের দাবিতে যেসব প্রাথমিক বিদ্যালয় আবেদন করেছিল, সেখান থেকে মাত্র ২৬ হাজার বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বহু স্কুল জাতীয়করণের আওতায় আনা হয়নি।

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মুহাম্মদ বদরুল আমিন সরকার ফরহাদ বলেন, আমাদের এক দাবি, প্রাথমিক বিদ্যালয়গুলোকে দ্রুত জাতীয়করণ করা হোক। ২০১৩ সালে বলা হয়েছিল যেগুলো জাতীয়করণ হয়নি, সেগুলো জাতীয়করণ করার। কিছু জটিলতায় তা হয়নি এখনো। তখন থেকেই আমরা আন্দোলন করছি। বিভিন্ন সময় জাতীয়করণের দাবি তুলেছি। কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, আমরা চাই আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে যেন সরকার আমাদের দাবি মেনে নেয়। নয়তো বৃহত্তর আন্দোলন করবো। এতে সমস্যা আরও বাড়বে। আন্দোলনে থাকলে স্কুলের শিক্ষা কার্যক্রম যেমন বন্ধ থাকবে, শিক্ষকদের মধ্যে অস্থিরতাও বিরাজ করবে।

আমারসংবাদ/জেআই