Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫,

বিশ্বসেরা গবেষকদের তালিকায় পবিপ্রবির ২৩ শিক্ষক

মো. ইমরান হোসেন, পবিপ্রবি

অক্টোবর ১৩, ২০২১, ১০:০০ এএম


বিশ্বসেরা গবেষকদের তালিকায় পবিপ্রবির ২৩ শিক্ষক

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় নাম এসেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২৩ জন শিক্ষকের।

এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা যায়।

তালিকায় স্থান পেয়েছে বিশ্বের ২০৬ টি দেশের সাত লাখ আট হাজার ৫৬১ জন গবেষক। যেখানে স্থান করে নিয়েছে বাংলাদেশের এক হাজার ৭৯১ জন গবেষকও। এডি সায়েন্টিফিক ইনডেক্সের এ তালিকায় ১২ ক্যাটাগরিতে সকল গবেষকদের ভাগ করা হয়েছে। 

এ‌‌ তালিকায় স্থান পেয়েছে-পবিপ্রবির সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট এর প্রফেসর ড.মোঃ সাইফুল ইসলাম, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান, এগ্ৰিকালচার বোটানি ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. আবুল কাইয়ুম, ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. মুহাম্মদ এবি সিদ্দিক, ফিসারিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. ফেরদৌস আহমেদ, এন্টোমলজি ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. নাসার উদ্দীন আহমেদ, প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. শাহ মোঃ আশরাফুল ইসলাম, অ্যানিমেল সায়েন্স ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মেডিসিন সার্জারি অ্যান্ড অবসটেট্রিক্স ডিপার্টমেন্ট এর প্রফেসর ডা. দিব্যেন্দু বিশ্বাস, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি ডিপার্টমেন্ট এর প্রফেসর ডা. মিল্টন তালুকদার, ফিসারিজ টেকনোলজি ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. মোঃ সাজেদুল হক, এগ্ৰিকালচারাল বোটানি ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. মোঃ মাইনুল হাসান, এগ্ৰোনোমি ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. মোঃ শামীম মিয়া, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এর প্রফেসর ডা.ফারজানা ইসলাম রুমি, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি এর প্রফেসর ডা. মোঃ আহসানুর রেজা, অ্যাকুয়াকালচার ডিপার্টমেন্ট এর প্রফেসর ড.মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ইকোনমিকস অ্যান্ড সোসিওলজি ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর কবির সরকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. এস.এম. তাওহিদুল ইসলাম, মাইক্রোবায়োলজি অ্যান্ড‌ পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. মোহাম্মদ এনামুল হক কায়েশ, মেডিসিন সার্জারী অ্যান্ড অবসটেট্রিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ডা. মোঃ সেলিম আহমেদ, এন্টোমলজি ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. মোঃ মহাসিন হুসাইন খান এবং একই ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।

উক্ত বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তালিকায় ১ম স্থানে রয়েছেন প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং বাংলাদেশের মধ্যে ২৪ তম স্থানে রয়েছেন। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকটি  প্রকাশ করেছে গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষনার এইচ ইনডেক্স , আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের উপর ভিত্তি করে।

আমারসংবাদ/এআই