Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

রাবিতে ক্লাস শুরু ২১ ডিসেম্বর, বাড়লো ভর্তির সময়

রাবি প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২১, ০৯:৫৫ এএম


রাবিতে ক্লাস শুরু ২১ ডিসেম্বর, বাড়লো ভর্তির সময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ( রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তির কার্যক্রম আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে ২১ ডিসেম্বর। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার প্রধান এএইচ আসলাম এ তথ্য জানান। 

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছিল, ২৫ নভেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে পহেলা ডিসেম্বর থেকে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে। 

উপ-রেজিস্ট্রার এএইচ আসলাম বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বপ্রথম ভর্তি প্রক্রিয়া শুরু হয়। সম্প্রতি বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সেখানে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে, যারা রাবিতে ভর্তি হয়েছিল। এখন তারা ভর্তি বাতিল করছে।

তিনি আরও বলেন, রাবিতে অনেকগুলো আসন ফাঁকা রয়েছে। যার কারণে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তি প্রক্রিয়া শেষ করে আগামী ২১ ডিসেম্বর থেকে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে। 

আমারসংবাদ/এআই