Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সিলেট বোর্ডের রেকর্ড, এবারও এগিয়ে মেয়েরা

সিলেট প্রতিনিধি 

ডিসেম্বর ৩০, ২০২১, ০৮:৪৫ এএম


সিলেট বোর্ডের রেকর্ড, এবারও এগিয়ে মেয়েরা

এবছর এসএসসি পরীক্ষায় পাসের রেকর্ড গড়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এবার সিলেটে মোট পাসের হার ৯৬.৭৮ শতাংশ। এর আগে ২০১২ সালে এ বোর্ডের এসএসসি পরীক্ষার পাসের হারের সর্বোচ্চ রেকর্ড ছিলো ৯১.৭৮ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় সিলেট শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১ লক্ষ ১৯ হাজার ৫শত ৫৩জন। যার ১ লক্ষ ১৫হাজার ৭ শত জন উত্তির্ন হয়েছেন।

সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. কবির আহমদ আমার সংবাদকে বলেন, করোনা পরবর্তী সময়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হলেও শিক্ষার্থীরা অনেক ভালো করেছে৷

তিনি বলেন, বিগত বছরের চেয়ে এবার বোর্ডে পাসের হার অনেক বেশি। গত বছর পাসের হার ছিলো ৭৮.৭৯ শতাংশ। সে হিসেবে এবার পাসের হার অনেক ভালো।

ফলাফলে দেখা যায়, বরাবরের মত এবারও মেয়েরাই এগিয়ে। এবার জিপিএ-৫ পেয়েছে মোট ৪ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে মেয়েদের সংখ্যা ২ হাজার ৮৬ জন। আর ছেলেদের সংখ্যা ২ হাজার ২৮ জন।

এমনকি মোট ফলাফলেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। মোট উত্তির্ন শিক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ৩১৪ জন মেয়ে ও ৫১ হাজার ৩৮৬ জন ছেলে। সে হিসেবে মোট পাসে ছেলেদের চেয়ে ১২ হাজার ৯২৮ জন মেয়ে বেশি উত্তির্ন হন। শতাংশের হিসেবে উত্তির্ন মেয়েদের পাসের হার ৯৭.১২ শতাংশ ও ছেলেদের পাসের হার ৯৬.৩৫ শতাংশ।

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ২১ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তির্ন হন ২০ হাজার ৪৭৭ জন। শতাংশের হিসেবে বিজ্ঞানে ৯৫.২৯ শতাংশ, মানবিকে মোট ৮৮ হাজার ৬০৪ জন অংশ নিয়ে পাস করেছেন ৮৬ হাজার ১৭৭ জন। শতাংশের হিসেবে এ বিভাগে ৯৭.২৬ শতাংশ শিক্ষার্থী উত্তির্ন হন। এছাড়াও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৯ হাজার ৪৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তির্ন হন ৯ হাজার ৪৬ জন। এ বিভাগে উত্তির্নের হার ৯৫.৬৩ শতাংশ।

আমারসংবাদ/কেএস