Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী পন্থী নীল দলের নিরঙ্কুশ বিজয়

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি

ডিসেম্বর ৩০, ২০২১, ০১:২৫ পিএম


ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী পন্থী নীল দলের নিরঙ্কুশ বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই জিতেছে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল। 

অপরদিকে শুধুমাত্র একটি সদস্য পদে জিতেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। 

 ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গত বছর  শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপিপন্থী সাদা দল  নির্বাচনে অংশগ্রহণ না করায় নীল দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ পদেই জিতেছিল।

গঠনতন্ত্র অনুযায়ী, প্রতিবছরই শিক্ষক সমিতির নির্বাচন হয়। কার্যকরী পরিষদের ১৫টি পদে এ নির্বাচন হয়।

ভোট গণনা শেষে বিকেল ৪ টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ফল ঘোষণা করেন রসায়ন বিভাগের অধ্যাপক ও নির্বাচন পরিচালক অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী৷ সন্ধ্যা ৬ টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।তিনি জানান, শিক্ষক সমিতির ১ হাজার ৯৮৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৫১ জন এই নির্বাচনে ভোট দিয়েছেন।

এরমধ্যে একটি ব্যালট বাতিল হয়েছে। ভোটদানের হার ৭৮ শতাংশ ৷

সভাপতি পদে নীল দলের প্রার্থী আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ রহমত উল্লাহ ৯৪৫ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা দলের সভাপতি প্রার্থী প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর পেয়েছেন ৩৯২ ভোট ৷

সহ-সভাপতি পদে অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান পেয়েছেন ৮২৬ ভোট। এ পদে তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ পেয়েছেন ৫১২ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৮৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা দলের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন পেয়েছেন ৪৩৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে  পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো নিজামুল হক ভূঁইয়া ৯৭০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন ৷ এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম  পেয়েছেন ৩৮১ ভোট ৷

৮২২ ভোট পেয়ে যুগ্ম -সম্পাদক  পদে জয়ী হয়েছেন নীল দলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুর রহিম।তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন পেয়েছেন ৪৬১ ভোট।

১০টি  কার্যকরী সদস্য পদের মধ্যে ৯ টিতেই বিজয়ী হয়েছে নীল দল। তারা হলেন বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মঈন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা; টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জেএম শফিউল আলম ভূঁইয়; তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিন মুন্সি, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল, গণিতের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার এবং পদার্থ বিভাগের অধ্যাপক ড. ইসতিয়াক মইন সৈয়দ।

অন্যদিকে, বিএনপিপন্থী সাদা দলের আহবায়ক পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান ৮০৬ ভোট পেয়ে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক নীল দল ও বিএনপি-জামায়াত সমর্থক সাদা দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় ৷ বামপন্থী শিক্ষকদের সংগঠন গোলাপীদল গত বছরের মতো এবারও কোনো প্রার্থী দেয়নি৷

আমারসংবাদ/এআই