Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

ঢাবির টিএসসিতে আবারও বসল কাওয়ালি গানের আসর

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি:

জানুয়ারি ১৩, ২০২২, ০৪:৩০ পিএম


ঢাবির টিএসসিতে আবারও বসল কাওয়ালি গানের আসর

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কাওয়ালি গানের আসরে ভাঙচুর এবং হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বর এলাকায় আবারও বসেছে কাওয়ালী গানের আসর। 

কাওয়ালী গানের পাশাপাশি শিল্পীরা বিদ্রোহী কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান পরিবেশন করেন এবং স্বরচিত প্রতিবাদী গান গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। এসব গানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্টরুম এবং গণরুম সংস্কৃতির বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

কাওয়ালী গানের শিল্পীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ লুৎফর রহমান, আসিফ মাহমুদ, সালেহ উদ্দিন সিফাত, জাহিদ হাসান, মোয়াজ্জেম হোসেন প্রমুখ। 

মো: লুৎফুর রহমান জানান, এখন থেকে প্রতি বৃহস্পতিবার টিএসসিতে কাওয়ালি গান পরিবেশন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি উৎসুক জনতা কাওয়ালি গান শুনতে আজ টিএসসিতে ভিড় করেন। আজকের প্রোগ্রামে ছাত্রলীগ বাধা না দিলেও কাওয়ালি গানের আসরের পাশে তারা পাল্টা হিন্দি গান গাইতে শুরু করে। তবে দর্শকদের সাড়া না পেয়ে তারা কিছুক্ষণ পর চলে যায়।

আমারসংবাদ/এমএস