ঢাকা কলেজ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৯:২০ এএম
মহান ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে বাংলা শুদ্ধ বানান ও উচ্চারণ শিক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় ঢাকা কলেজে শহিদ আ.ন.ম. নাজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফেরদৌসী আমিন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আমি একজন অধ্যক্ষ হিসেবে দাপ্তরিক চিঠিপত্রে বানানের ব্যাপারে সতর্ক থাকি। ছাত্রদেরকে বলব তোমরা মাতৃভাষা বাংলা ব্যবহারের ক্ষেত্রে শুদ্ধ বানান এবং বাংলা উচ্চারণের দিকে নজর রাখবে।
আলোচনায় অংশ নিয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস শিকদার বলেন, আমরা যে সকল ভাষা ব্যবহার করি তা উচ্চারণ ও বানান লিখতে আমাদের সতর্ক থাকতে হবে। আধুনিক রাষ্ট্রের একজন উত্তরাধিকার হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো বাংলা ভাষার যথাযথ প্রয়োগ ও বিশ্ব দরবারে বাংলাকে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-বিভিন্ন বিভাগ প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ।
আমারসংবাদ/এআই