Amar Sangbad
ঢাকা বুধবার, ০৯ জুলাই, ২০২৫,

‘ভাষা অবমাননার অর্থ মনুষ্যত্বের অবমাননা’   

অনিক আহমেদ, গবি প্রতিনিধি: 

ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০২:৫০ পিএম


‘ভাষা অবমাননার অর্থ মনুষ্যত্বের অবমাননা’   

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইন বলেছেন, ভাষার অবমাননা মানে মনুষ্যত্বের অবমাননা। মৌলিক ভাষাকে ভালোভাবে আয়ত্ত করতে না পারলে কোনো ভাষাকে আয়ত্ত করা সম্ভব নয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভাষা শহীদরা একটি স্বপ্ন নিয়ে মানুষের জন্য জীবন দিয়েছিলেন। বিশ্বে এখন এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হচ্ছে। এটা আমাদের জন্য অনেক গর্বের। কিন্তু বাংলা ভাষাকে আমরা সে অর্থে ভালোবাসতে পারিনি। আজও অবধি সর্বোস্তরে বাংলা ভাষার ব্যবহার চালু করা সম্ভব হয়নি। ক্রমাগতভাবে ভাষার বিকৃতি ও শব্দের অপপ্রয়োগ হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে সকলের সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

এরপর আলোচনা সভায় বক্তারা বিদেশি ভাষার ভিড়ে বাংলা যেন হারিয়ে না যায়, তার প্রতি গুরুত্বারোপ করেন। এ ছাড়া বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাস সংরক্ষণ এবং সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জোর দাবি জানান। বহির্বিশ্বে বাংলাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সুদূরপ্রসারী চিন্তার বহিঃপ্রকাশ করার প্রতিও আহ্বান জানান তারা।

সভায় বিভিন্ন অনুষদীয় ডিন, রেজিস্ট্রারসহ শিক্ষকরা বক্তব্য রাখেন। পরে সঙ্গীত পরিচালক এনায়েত-এ মওলা জিন্নাহর পরিচালনায় দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/এমএস