Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

আমিরাতে করোনার ভ্যাকসিন নিয়েছেন লোহাগাড়ার দুই যুবক

আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া (চট্টগ্রাম)

সেপ্টেম্বর ১৫, ২০২০, ১০:০৬ এএম


আমিরাতে করোনার ভ্যাকসিন নিয়েছেন লোহাগাড়ার দুই যুবক

মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে কর্মরত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির আপন দুই ভাই স্বেচ্ছায় পরীক্ষামূলক করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন।দেশটির রাজধানী আবুধাবিতে করোনা প্রতিরোধের জন্য ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের খবর পেয়ে স্বেচ্ছাসেবী হিসেবে চিনের তৈরি ভ্যাকসিন নেন দুই ভাই।

তারা হলেন লোহাগাড়া উপজেলার চুনতি দামির ঘোনা মেম্বার পাড়ার বাসিন্দা মোহাম্মদ জাফরের দুই পুত্র সরওয়ার কামাল (৪৫) ও জহির উদ্দিন (৩৫)।

জহির উদ্দিন দৈনিক আমার সংবাদকে জানান, তারা দুই ভাই করোনা আক্রান্ত হননি।তাদের রিপোর্ট নেগেটিভ। ভ্যাকসিনটি সুস্থ মানবদেহে প্রয়োগ করা হয়।তার বড় ভাই সরওয়ার কামাল আগষ্টের ২১ তারিখ ও তিনি ২২ তারিখ প্রথম ডোজ নেন।এবং দ্বিতীয় ডোজ নেন ২১ দিন পর একজন ১১ সেপ্টেম্বর অপরজন ১২ সেপ্টেম্বর।

তিনি আরও জানান, প্রতিদিন চিকিৎসক তাদের ফোন করে খোঁজ নিচ্ছেন।তারা পুরো সময় মনিটর করছে।এ ছাড়া কোনো ধরনের সমস্যা বোধ করলে সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানাতে বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব হয়নি। শারিরীকভাবে সুস্থ রয়েছে।এছাড়া শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখছেন চিকিৎসকরা।

আমারসংবাদ/এমআর