Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি নেতা এনামুল হক চৌধুরী করোনায় মারা গেছেন

জমির উদ্দিন সুমন, লন্ডন থেকে

ফেব্রুয়ারি ২০, ২০২১, ১১:৩০ এএম


ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি নেতা এনামুল হক চৌধুরী করোনায় মারা গেছেন

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত সুপরিচিত মুখ, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, কমিউনিটি লিডার, শিক্ষানুরাগী এবং যুক্তরাজ্যের বাংঙ্গালী কমিউনিটির পরিচিত মুখ এনামুল হক চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

করোনায় আক্রান্ত হয়ে তিনি দীর্ঘ দেড় মাস লন্ডনের একটি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ারে থাকার পর শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকাল ৫টায় ইন্তেকাল করেন। এনামুল হক চৌধুরীর গ্রামের বাড়ি জকিগঞ্জ উপজেলার শাহবাগে।

এনামুল হক চৌধুরীর খুবই হাসি-খুশী ও দিলখোলা স্বভাবের একজন অমায়িক ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে লন্ডনের বাংঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। 

এনামুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনমত পরিবার, জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রধান উপদেষ্টা আহমেদ উস-সামাদ চৌধুরী জেপি, সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু, প্রেস ত্রন্ড পাবলিসিটি সেক্রেটারি মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারলসহ জালালাবাদ এসোসেয়েশন ইউকের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ।

তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন।

আমারসংবাদ/এআই