Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫,

কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ ৯০০০০ বিদেশি

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৮, ২০২১, ০৫:৪৫ এএম


কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ ৯০০০০ বিদেশি

বাংলাদেশিসহ ৯০০০০ বিদেশির কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ পাচ্ছেন। দেশটিতে যারা অস্থায়ী কর্মী ও আন্তর্জাতিক স্নাতক, যারা করোনা মহামারির সাথে লড়াই করতে ও কানাডার অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বাড়ানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন তারা এই সুযোগ পাবেন। 

এতে অগ্রাধিকার পাবেন কানাডার হাসপাতাল ও দীর্ঘমেয়াদি কেয়ার হোমগুলোতে নিযুক্ত অস্থায়ী কর্মীরা। গেলো  ১৪ এপ্রিল এই ঘোষণা দেন কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব মন্ত্রী মার্কো ই. এল মেন্ডিসিনো।

এই স্থায়ী হওয়ার আবেদনে যোগ্য হওয়ার জন্য শ্রমিকদের হেলথকেয়ার পেশায় বা অন্য কোনো প্রাক-অনুমোদিত প্রয়োজনীয় পেশায় কমপক্ষে এক বছরের কানাডীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক স্নাতকদের অবশ্যই শেষ ৪ বছরের মধ্যে একটি যোগ্য কানাডিয়ান পোস্ট-সেকেন্ডারি প্রোগ্রাম সম্পন্ন করতে হবে এবং তা ২০১৭ সালের জানুয়ারির আগের নয়।

২০২১ সালের ৬ মে থেকে ইমিগ্রেশন, শরণার্থী ও নাগরিকত্ব কানাডা (আইআরসিসি) তিনটি স্ট্রিমের আওতায় আবেদন গ্রহণ করতে শুরু করবে। এর মধ্যে স্বাস্থ্যসেবাতে অস্থায়ী কর্মীদের জন্য ২০ হাজার আবেদন, অন্যান্য নির্বাচিত প্রয়োজনীয় পেশায় অস্থায়ী কর্মীদের জন্য ৩০ হাজার আবেদন এবং কানাডার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৪০ হাজার আবেদন নেয়া হবে। 

আমারসংবাদ/এআই