Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

না ফেরার দেশে রেমিট্যান্স যোদ্ধা কেরানীগঞ্জের জুলহাস

জুন ৬, ২০২১, ০৪:৩৫ পিএম


না ফেরার দেশে রেমিট্যান্স যোদ্ধা কেরানীগঞ্জের জুলহাস

না ফেরার দেশে পাড়ি জমালেন কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের বালুয়াটেক গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আশরাফ হোসেন জুলহাস(৫০)।

গত ৪ জুন দিবাগত রাতে কাজের টাকার জন্য বাসা থেকে বেড় হয়ে রাস্তায় হঠাৎ তিনি হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। এসময় তিনি নিজেই গাড়ী চালিয়ে যাচ্ছিলেন। ৪ মেয়ে ও ১ ছেলের জনক জুলহাস দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে সৌদি আরবের রিয়াদে রঙের কাজের সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে তার কর্মস্থল রিয়াদ ছানাইয়া ও নিজ বাড়ী রোহিতপুর ইউনিয়নের বালুয়াটেক গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বৃদ্ধা মা, স্ত্রী-সন্তানসহ আত্মীয় স্বজনদের কান্না যেনো থামছেই না। বারবার মূর্ছায় যাচ্ছেন স্ত্রী ফরিদা বেগম। যে কোন মুল্যে স্বামীর লাশ দেশে আনতে চান, দেখতে চান শেষ দেখা।

মৃতের শ্যালক শফিক জানান, এক মিশরীয় নাগরিকের কাছে পাওনা টাকা আনার জন্য গাড়ী চালিয়ে গন্তব্যে যাচ্ছিলো। পথেমধ্যে হার্ট অ্যাটাক করলে এক বাংলাদেশি তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে রাত ২ টার দিকে তিনি মারা যান। আমরা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে লাশ দেশে পাঠানোর চেষ্টা করছি।

 শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি রিয়াদের একটি হাসপাতালের হিমাগারে রাখা আছে।

আমারসংবাদ/এআই