Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

‘মোস্তফা’ পুরস্কার নিতে ইরান যাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী

মাসুদ রানা, শ্রীপুর (গাজীপুর)

অক্টোবর ১৬, ২০২১, ০২:০০ পিএম


‘মোস্তফা’ পুরস্কার নিতে ইরান যাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী

বিজ্ঞানী ড. এম জাহিদ হাসান তাপস “মোস্তফা” পুরষ্কার গ্রহণের জন্য শনিবার (১৬ অক্টোবর) আমেরিকা থেকে ইরানের উদ্দেশে রওয়ানা হয়েছেন। পুরষ্কারটি গ্রহণের জন্য তিনি সে দেশে রাষ্ট্রীয় মর্যাদায় কয়েকদিন থাকবেন। মহানবী (সা:) এর পবিত্র আগমন দিবসে পুরষ্কারটি আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেয়া হবে।

বিজ্ঞানী ড. এম জাহিদ হাসান তাপসের ছোট ভাই ও গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জামিল হাসান দুর্জয় তথ্যটি নিশ্চিত করে বলেন, শুক্রবার (১৫ অক্টোবর) তার ভাইয়ের সাথে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুরষ্কারের বিষয় নিয়ে কথা হয়েছে। পুরষ্কারের জন্য মনোনয়নের পরপরই তাঁর ভাইকে চিঠি দিয়ে ইরান সরকার বিষয়টি জানিয়েছেন।

ওআইসি (Organisation of Islamic Cooperation) প্রদত্ত “মোস্তফা” পুরষ্কারে মনোনীত হয়েছেন বাংলাদেশের পদার্থ বিজ্ঞানী ড.এম জাহিদ হাসান তাপস। জাতিসংঘের পর দ্বিতীয় বৃহত্তম অর্ধশতাধিক মুসলিম রাষ্ট্রের এ সংগঠন পদার্থবিজ্ঞানে অবদান রাখার জন্য ২০২১ সনে যুগ্মভাবে তাঁকে এ পুরষ্কারের জন্য মনোনীত করেন। ১৩ অক্টোবর ইরান কর্তৃপক্ষ এ পুরষ্কার ঘোষণা করেন।

আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পদার্থবিদ, বিজ্ঞানী ও গবেষক ড.এম জাহিদ হাসান তাপসের সাথে যুগ্মভাবে কামরুন ওয়াকার নামে ইরানের এক বিজ্ঞানীও একই পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন। চার কোটি টাকারও বেশি অর্থমুল্য রয়েছে পুরষ্কারটির। ইতোমধ্যে ড. জাহিদ হাসান তাপসকে চিঠি দিয়ে পুরষ্কার মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তাঁর পরিবার। ড. জাহিদ হাসান তাপস বর্তমানে আমেরিকা প্রবাসী। 

বিজ্ঞানী ড. এম জাহিদ হাসান তাপসের ছোট ভাই অ্যাডভোকেট মোহাম্মদ জামিল হাসান দুর্জয় আরও বলেন, তাঁর ভাই বিজ্ঞানী ড. জাহিদ হাসান তাপস রাজধানীর ধানমন্ডি সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে  ১৯৮৬ সালের মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় হন। 

পরে ১৯৮৮ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। ছোট বেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ভাইকে কোলে নিয়ে তাঁর বাবাকে বলেছিলেন “তোমার ছেলে একদিন বিশ্বে নাম করবে।” বঙ্গবন্ধুর সেই বাক্যটি প্রতিনিয়ত পরিবারের সদস্যদের মনে করিয়ে দিচ্ছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন তাঁর ফেইসবুক আইডি-তে উল্লেখ করেন, বিজ্ঞানীরা বিশ্বের সকল দেশের সকল ধর্মের মানুষ। নিউটন, আইনস্টাইন, আব্দুস সালাম, স্টিফেন হকিংসহ বিজ্ঞানীদের কাজ দ্বারা যুগ যুগ ধরে যত মানুষ জন্মাবে সকলে উপকৃত হবে। ড. এম জাহিদ হাসান তাপস  (Weyl fermion seminetal)  এর উপর কাজের জন্য মনোনীত হয়েছেন।

তিনি দু:খ করে উল্লেখ করেন, “নিজ দেশ বাংলাদেশ তাকে আজও পুরষ্কৃত করেনি। সত্যি কথা বলতে কি বিজ্ঞানীদের পুরষ্কৃত করার জন্য সেই মাপের কোন পুরষ্কার ফাউন্ডেশন আজও গঠিত হয়নি।”

আন্তর্জাতিক বিভিন্ন অনলাইনসুত্রে জানা গেছে, “মোস্তফা” পুরষ্কারটি ২০১৫ সাল থেকে ইরানে যাত্রা শুরু হয়। মুসলিম বিশ্বের নোবেল হিসেবে পুরষ্কারটি পরিচিত। তথ্য প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান ও ন্যানোটেকনোলজী সহ ৪টি ক্যাটাগরীতে অবদান রাখার জন্য এ পুরষ্কার দেয়া হয়।

অধ্যাপক ড. এম জাহিদ হাসানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্যবিদ্যালয়ের এক দল বিজ্ঞানী এর আগে পরীক্ষাগারে গবেষণা করে দীর্ঘ পঁচাশি বছরের প্রতিক্ষার পর খোঁজে পেয়েছিলেন বহুল প্রতিক্ষীত ভাইল ফার্মিয়ন কণা। এ আবিষ্কারের মাধমে তিনি পদার্থ বিজ্ঞানে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। পদার্থ বিজ্ঞানে তার অসামান্য অবদানের জন্য আমেরিকার এনার্জি ডিপার্টমেন্টের কাছ থেকে ২০২০ ইং সনে লাভ করেন আর্নেষ্ট ওয়ারল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ড।

বিজ্ঞানী ড. জাহিদ হাসান তাপস বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৩ আসনের প্রয়াত সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ রহমত আলীর বড় ছেলে। তাঁর বাড়ি গাজীপর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌর শহরে।

ওআইসির “মোস্তফা” পুরষ্কারের জন্য মনোনীত হওয়ায় শ্রীপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ নানা মাধ্যমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছেন।

আমারসংবাদ/এআই