Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মালয়েশিয়া হাইকমিশনে শেখ রাসেল দিবস উদযাপিত

মোহাম্মদ রনি সিকদার, মালয়েশিয়া

অক্টোবর ১৮, ২০২১, ০১:০৫ পিএম


মালয়েশিয়া হাইকমিশনে শেখ রাসেল দিবস উদযাপিত

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন'র নানা আয়োজনের মধ্যদিয়ে মালয়েশিয়ায় পালিত হলো বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্ম দিন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন মো.জহিরুল ইসলাম, কাউন্সিলর(শ্রম)। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর(শ্রম-২)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমণ্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাঁকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

এদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মালয়েশিয়াস্থ বাংলাদেশী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি করেছে।

উল্লেখ্য, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন শেখ রাসেল দিবস উপলক্ষে প্রামান্যচিত্র পরিবেশন করা হয় এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন- জহির ইরফান। অনুষ্ঠানে জুম লাইভের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি নেতা-বিএম বাবুল সহ কমিউনিটি নেতৃবৃন্দ। 

আমারসংবাদ/এআই