Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

বাংলাদেশী শ্রমিকদের জন্য উন্মুক্ত মালয়েশিয়া

মালয়েশিয়া থেকে

অক্টোবর ২৭, ২০২১, ১২:৪০ পিএম


বাংলাদেশী শ্রমিকদের জন্য উন্মুক্ত মালয়েশিয়া

মালয়েশিয়ার কর্মী সংকটে সরওয়াকে চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ কর্মীদের উন্মুক্ত তবে এটি দু-দেশের সরকারি ভিত্তিতে করতে হবে মন্তব্য করেছেন- মালয়েশিয়ার ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ খাস্তগীর।

তিনি বলেন, মালয়েশিয়া সরকার বিদেশী কর্মীদের গ্রহণ করার বিষয়ে মালয়েশিয়ার সর্বশেষ মানদণ্ড মেনে চলতেও প্রস্তুত যেখানে তারা অবশ্যই কোভিড-১৯ দুই-ডোজ টিকা সম্পন্ন করেছে। শুরুতে আমরা সারাওয়াকে প্রায় ৩ হাজার কর্মী পাঠাতে পারি। সারাওয়াকের কৃষি সেক্টরে কাজের জন্য বাংলাদেশী কর্মঠ শ্রমিক উপযুক্ত। বিশেষ করে পাম অয়েল খাতে আমরা অবশ্যই ফসল কাটাতে সাহায্য করার জন্য কর্মীদের স্বাগত জানাই।

তিনি জোর দিয়ে বলেন, কোভিড -১৯ মহামারী শ্রমিকের ঘাটতি সহ রাজ্যে অনেক অভূতপূর্ব চ্যালেঞ্জ নিয়ে এসেছে। কর্মীদের প্রস্তাবের বিষয়ে, তিনি বলেছিলেন যে তিনি আরও আলোচনার জন্য এটি মুখ্যমন্ত্রী দাতুক পাতিঙ্গি আবং জোহরির সাথে আলোচনা করবেন।

উল্লেখ্য, মঙ্গলবার এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ফরেদ আহমেদ এবং সারাওয়াকের ডেপুটি স্টেট সেক্রেটারি দাতুক শ্রী মোহাম্মদ আবু বকর মারজুকি।

আমারসংবাদ/কেএস