আরমান জিহাদ, দোহা (কাতার)
নভেম্বর ৩, ২০২১, ০৭:৪৫ এএম
কাতারের রাস্তায় গাড়ি চালানোর সময় বিশেষ করে ট্র্যাফিক সিগন্যালে মোবাইল ব্যবহারকারীদের চিহ্নিত করতে ট্র্যাফিক ক্যামেরা বসানো হয়েছে।
এর ফলে এখন থেকে যারা গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন, তারা স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরায় ধরা পড়বেন এবং জরিমানার শিকার হবেন।
কাতার ট্রাফিক পুলিশ বারবার বলে আসছে যে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা একটি ঝুঁকিপূর্ণ ও খুবই খারাপ অভ্যাস।
সম্প্রতি কাতার রেডিওতে জনপ্রিয় অনুষ্ঠান "আমার প্রিয় দেশ" নামক অনুষ্ঠানে ট্রাফিক বিভাগের পরিচালক কর্নেল ডাঃ মোহাম্মদ রাদি আল হাজিরি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, কিছু লোক শুধুমাত্র কল দেয়া ও রিসিভ করা নয় বরং গাড়ি চালানোর সময় অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহারে আসক্ত হয়ে পড়ে। আর এর ফলে প্রতিনিয়ত নানারকম সড়ক দুর্ঘটনা ঘটছে।
কর্নেল আল হাজিরি আরও বলেন, সম্প্রতি একজন নারী বাচ্চাদেরকে নিয়ে ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। ফলে তার বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এখন থেকে এই ধরনের আইন লঙ্ঘন কঠোরভাবে মোকাবেলা করা হবে ও এজন্য এসব বিষয়ে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।