বিনোদন প্রতিবেদক
এপ্রিল ৩, ২০১৯, ০১:৫৭ পিএম
‘বিশ্ব সুন্দরী’ শিরোনামের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ছবিতে তার বিপরীতে দেখা যাবে আলোচিত চিত্রনায়ক সিয়ামকে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এ ছবিটি পরিচালনা করবেন ছোটপর্দার গুণী ও জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। গতকাল বিকালে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানানো হয়েছে।ছবিটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এই ছবিটি আমার জন্য অনেক বড় পাওয়া। সেই সঙ্গে ভয়েরও। কারণ এতে আমি সুবর্ণা মুস্তফার মতো কিংবদন্তির সঙ্গে অভিনয় করব। আমি তার কাছে দোয়া চাই।’ এ ছবির মাধ্যমে প্রথমবার পরীমনির সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন সিয়াম। গতকাল তিনি বলেন, ‘চয়নিকা চৌধুরীর নাটকে অভিনয় করা পর থেকেই আমার বাবা-মা আমার অভিনীত নাটক দেখতে শুরু করেন। আমি তার ছবিতে কাজ করতে পেরে ভাগ্যবান মনে করছি। আমি বিশ্বাস করি এই ছবির মাধ্যমে চয়নিকা চৌধুরী নারী নির্মাতা হিসেবে সবার থেকে এগিয়ে থাকবেন।’‘বিশ্ব সুন্দরী’ হতে যাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব পরিচালকেরই সিনেমা বানানোর স্বপ্ন থাকে। আজ আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সেজন্য আমি একটু অতিরিক্ত আবেগ আপ্লুত হয়ে আছি।’‘বিশ্ব সুন্দরী’ ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ করেছেন রুম্মান রশীদ খান। সিয়াম-পরীমনি ছাড়াও ছবিতে আরও অভিনয় করবেন সুবর্ণা মোস্তফা, মনিরা মিঠু, আনন্দ খালেদ প্রমুখ।