Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

নিজস্ব ঢঙে ত্রিমাত্রিক প্রিন্টে শাহরুখ খান

জানুয়ারি ১৪, ২০১৫, ১০:১৯ এএম


নিজস্ব ঢঙে ত্রিমাত্রিক প্রিন্টে শাহরুখ খান

  
এবার নিজস্ব ঢঙে ত্রিমাত্রিক প্রিন্টে দেখা যাবে শাহরুখ খানকে। ভারতের তৈরি এই ত্রিমাত্রিক প্রিন্টটি বিশ্বে প্রথম ডিজাইন বলে মনে করা হচ্ছে।

বুধবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শাহরুখের অবয়বের প্রিন্টটি দেখতে প্রায় মেটালের মূর্তির মতো। এর আকারও শাহরুখের সমান। শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিসের ভিএফএক্স বিভাগ ও থ্রিডি ডিজাইন প্রতিষ্ঠান অটোডেস্ক ইন্ডিয়া যৌথভাবে তাকে এই উপহার দিয়েছে।

শাহরুখ খান বলেছেন, রেডচিলির ভিএফএক্স ও অটোডেক্সের তৈরি এটিই প্রথম ত্রিমাত্রিক প্রিন্টের লাইফ সাইজ মডেল। এটি সত্যিই অভিভূত হওয়ার মতো বিষয় যে, প্রযুক্তি কতটা এগিয়ে যাচ্ছে। এই বিস্ময়কর প্রযুক্তির অংশ হতে পেরে খুব ভালো লাগছে। এটা অসাধারণ। এটি আমার সন্তানদের দেখানো জন্য উদগ্রীব হয়ে আছি।

রূপালি ও উজ্জ্বল ত্রিমাত্রিক মূর্তিটিতে আমার নিজস্ব স্টাইলটি দেয়া হয়েছে। এই মূর্তি তৈরিতে কাজ করার জন্য কেইটান, হ্যারি, রেড চিলিসের ভিএফএক্স ও অটোডেস্ক দলকে ধন্যবাদ জানাই। গত কয়েক বছরে আমি যে কাজ করেছি এটি তারই প্রমাণ।