Amar Sangbad
ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫,

মুমূর্ষু এরশাদকে রক্ত দিলেন অভিনেতা সাইফ খান

বিনোদন প্রতিবেদক

জুলাই ৬, ২০১৯, ০১:৩২ পিএম


মুমূর্ষু এরশাদকে রক্ত দিলেন অভিনেতা সাইফ খান

ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসায় রক্ত প্রয়োজন এমন সংবাদে দেশবাসী অভূতপূর্ব সাড়া দিয়েছেন।

পল্লীবন্ধু খ্যাত সাবেক এই রাষ্ট্রপতিকে রক্ত দিতে এগিয়ে এসেছেন চিত্রনায়ক সাইফ খান।

হুসেইন মুহম্মদ এরশাদের জরুরি রক্তের প্রয়োজনের সংবাদটি ফেসবুকের মাধ্যমে প্রথম জানতে পান সাইফ খান। রক্তের গ্রুপ মিলে যাওয়াতে রক্ত দিতে ছুটে যান তিনি। সাইফ খানের আগ্রহ জানার পর তার সঙ্গে যোগাযোগ করেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর।

প্রথমে রক্তের ক্রসম্যাচিংয়ের মাধ্যমে নিশ্চিত হয় প্লাটিলেট সংখ্যা। পরে গত শুক্রবার, ৫ জুলাই বিকেলে জরুরি ভিত্তিতে সাইফের কাছ থেকে রক্তের প্লাটিলেট সংগ্রহ করেন সি এম এইচ কর্তৃপক্ষ।

সাইফ খান জানান, এদিন সকালে হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের একান্ত সহকারী আমাকে ফোন করার আগ পর্যন্ত আমি জানতাম না যে আমি সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনা প্রধানকে রক্ত দিতে যাচ্ছি। আমি বিগত দিনেও মানবিক কারণে জীবন বাঁচাতে মানুষকে রক্ত দিয়েছি এবারও তাই। কোনো রাজনৈতিক ফায়দা কিংবা আলোচনার জন্য নয়, নেহায়েতই মানবিক কারণে এ রক্ত দান।

তিনি বলেন, আমি চাই আমার এ কাজটির সংবাদ সবার মাঝে ছড়াক। কারণ আমাদের শিল্পীদের ভালো কাজগুলো সবার জানা উচিৎ এতে অন্যরাও এ ধরণের কাজে উৎসাহিত হবে। উনিও ক্ষমতায় থাকাকালীন রক্তদান করেছিলেন আজ নাহয় সাধারণ জনগণের পক্ষে আমি তার প্রতিদান দিলাম।

প্রসঙ্গত, ২০০৯ সালে আবু সুফিয়ানের ‘বন্ধু মায়া লাগাইছে’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন সিলেটের ছেলে সাইফ খানের। প্রথম ছবিতে তার নায়িকা ছিলেন নিপুণ।

এরপর তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে ‘এক জনমের কষ্টের প্রেম’ ও ‘পালাবার পথ নেই’। এ ছাড়া কলকাতার চলচ্চিত্র ‘আমিই টোটো’তে অভিনয় করেছেন তিনি।

বর্তমানে মোহাম্মদ আসলাম পরিচালিত ‘সমাধান’ চলচ্চিত্রে কাজ করছেন তিনি। এছাড়া ‘বাঘিনী কন্যা’ চলচ্চিত্র ও ভূবন-রেফাতের পরিচালনায় মেগা ধারাবাহিক নাটক ‘চিরকুমারী সংঘ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান সাইফ খান।

আরআর