Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫,

টালিউডের সেক্সি নায়িকাদের তালিকায় বাংলাদেশিরা

ফেব্রুয়ারি ৮, ২০১৬, ০২:২৪ এএম


টালিউডের সেক্সি নায়িকাদের তালিকায় বাংলাদেশিরা

বেশ কিছুদিন যাবত বাংলাদেশি নায়িকাদের টালিউড যাত্রা বেড়ে গেছে। এদের মধ্যে হাল সময়ে আলোচনায় আছেন জয়া আহসান, নুসরাত ফারিয়া ও মাহিয়া মাহি। সম্প্রতি নুসরাত ফারিয়ার একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। ওম অভিনীত যৌথ প্রযোজনার একটি ছবি‘হিরো ৪২০’।

নুসরাত ফারিয়া ছাড়াও এর নায়িকাদের আরেকজন কলকাতার রিয়া সেন। আগামী ১২ই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। পশ্চিমবঙ্গের নানা জায়গায় পোস্টার টানানো হয়েছে। ছেয়ে গেছে ‘হিরো ৪২০’-এর পোস্টার।

এ ছবির সূত্রেই আলোচনা চলছে কে বেশি হট। কে কাকে ছাড়িয়ে যাবেন। শোনা যাচ্ছে, নুসরাত এ ছবিতে বেশ খোলামেলা অভিনয় করেছেন। বেশ কয়েকটি সাহসী দৃশ্যও রয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের ‘আশিকী’ ছবিতে অভিনয় করেছেন নুসরাত। এ অভিনেত্রী নিজেও কলকাতার একটি সংবাদপত্রে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রত্যেক ছবিতে চুমুর দৃশ্য রাখছেন পরিচালকরা। আমি নিজেও তাই ভাবি আমি কি টলিউডের ইমরান হাশমি হয়ে উঠছি?

তিনি ছাড়াও জয়া আহসানকে নিয়েও এপারে জোর আলোচনা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’তে একটি বোল্ড দৃশ্যে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছেন জয়া। তা নিয়ে এপর ওপার বেশ আলোচনা হয়েছে। সেটাকে খুব একটা পাত্তা দেননি জয়া। জয়ার এ মনোভাবের সুযোগে টলিউডের আরেকটি ছবিতে তাকে দেখা যাবে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে। অরিন্দম শীলের শবর গোয়েন্দা সিরিজের পরবর্তী ছবিতে থাকছেন জয়া। অবশ্য পরিচালক জানিয়েছেন, ঘনিষ্ঠ দৃশ্যগুলো তৈরি হবে শিল্প সুষমার দিকে নজর রেখে।