Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

না ফেরার দেশে অভিনেতা সন্তু মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক

মার্চ ১১, ২০২০, ০৫:৩৮ পিএম


না ফেরার দেশে অভিনেতা সন্তু মুখোপাধ্যায়

না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্র এবং বাংলা টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায় বিদায় নিয়েছেন।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় গলফ গ্রিনের বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ক্যানসারে তিনি আক্রান্ত ছিলেন।

কিছুদিন আগেই তাকে একবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কয়েক বছর আগে তার স্ত্রী গোপা মুখোপাধ্যায় প্রয়াত হন।

চলচ্চিত্রের পাশাপাশি টিভি ধারাবাহিকেও সন্তু মুখোপাধ্যায় দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন। তাঁর মৃত্যুতে টালিগঞ্জের শিল্পীমহলে শোকের ছায়া নেমে এসেছে।

সন্তুর দুই কন্যার একজন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর এক কন্যা অজপা মুখোপাধ্যায়। কয়েক বছর আগে তাঁর স্ত্রী গোপা মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সন্তুও ভাই সুমন্ত মুখোপাধ্যায়ও বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের এক জন বিশিষ্ট অভিনেতা।

১৯৫১ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন সন্তু মুখোপাধ্যায়। ১৯৭৫ সালে তপন সিংহের ‘রাজা’ ছবি দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিনয়ের শুরু। এর পর তিনি তরুণ মজুমদার, হরনাথ চক্রবর্তী প্রমুখ পরিচালকের ছবিতেও অভিনয় করেছেন।

‘হারমোনিয়াম’, ‘সংসার সীমান্তে’, ‘গণদেবতা’-সহ শতাধিক চলচ্চিত্রে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক।

এছাড়া অভিনয় করেছে জনপ্রিয় টিভি ধারাবাহিক জননী ও জন্মভূমিসহ অনেক ধারাবাহিকে। ‌অভিনয়ের পাশাপাশি চমৎকার গানও গাইতে পারতেন তিনি।

আমারসংবাদ/এসটিএমএ