Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫,

‘আমার শরীরকে বিক্রি করতে চেয়েছিল পরিচালক’

বিনোদন ডেস্ক

জুন ৩০, ২০২০, ১০:৫৮ এএম


‘আমার শরীরকে বিক্রি করতে চেয়েছিল পরিচালক’

 

বলিউডে নেপোটিজম শব্দটা আবার যেন মাথাচাড়া দিয়ে উঠল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে। একে একে বলিউডের অভিনেতারা মুখ খুললেন এর বিরুদ্ধে। এবার নেপোটিজম নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিগ বস খ্যাত অভিনেত্রী সোফিয়া হায়াত।

এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সোফিয়া বললেন, ‘আমার সঙ্গে অভব্য ব্যবহার করেছে পরিচালক ৷ আমাকে বিক্রি করার চেষ্টা করা হয়েছিল!’

বিগ বসে অংশ নিয়ে দর্শকদের মন জয় করেছিলেন সোফিয়া৷ আর তার পর থেকেই সিনেমায় অভিনয়ের জন্য নানা অফার আসতে শুরু করে৷ সাক্ষাৎকারে সোফিয়া বললেন, ‘আমার কাছে অনেক সিনেমার অফার আসত৷ কয়েকটাতে কাজও শুরু করেছিলাম৷ কিন্তু একটু কাজ এগোতেই আমার সঙ্গে অভব্য আচরণ শুরু করল ছবির পরিচালক ও অন্য অভিনেতারা৷ আমার সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল, যখন আমি রাজি হয়নি তখন আমার দৃশ্যগুলো এডিট করা হয়েছিল৷ শুধু তাই নয়, আমার শরীরকে চড়া দামে বিক্রি করার চেষ্টা করেছিল প্রযোজক৷ বলা হয়েছিল আমি নাকি কলগার্ল!’

আমারসংবাদ/জেআই