Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

‌'সমকামী' বিজ্ঞাপন প্রচারে উচ্ছ্বসিত প্রীতি

জুন ১৩, ২০১৫, ০৬:৫৯ এএম


‌'সমকামী' বিজ্ঞাপন প্রচারে উচ্ছ্বসিত প্রীতি

 সম্প্রতি ভারতে প্রথমবারের মত প্রচারিত হচ্ছে সমকামিদের নিয়ে একটি বিজ্ঞাপন, আর তার দর্শক দিন দিন লাফিয়ে বাড়ছে বলে আনন্দের কথা জানিয়েছেন অভিনেত্রী প্রীতি গুপ্তা।

এর আগে তিনিও একটি ‘নারী সমকামিতা’ নিয়ে সিনেমায় অভিনয় করেছিলেন, নাম ছিলো আনফ্রিডম। যা ভারতীয় সেন্সরবোর্ড নিষিদ্ধ ঘোষণা করে। এবার যখন সেই নারী সমকামিতা বিজ্ঞাপনে উঠে এল, তাকে কৃতিত্ব দিলেন নিষিদ্ধ ছবি ‘আনফ্রিডম’-এর অভিনেত্রী প্রীতি গুপ্তা।

ভারতে সমকামিতেদর নিয়ে করা আলোচিত বিজ্ঞাপনটি নিয়ে প্রীতি বলেন, এই বিজ্ঞাপনটি প্রগতিশীল। গতানুগতিক ধারণা ভেঙেছে মিন্ত্রার এই বিজ্ঞাপনটি।

তার অভিনীত ছবি ‘আনফ্রিডম’ও ধারণা ভেঙেছিলেন বলে দাবী করেন এই অভিনেত্রী। চরিত্রটির জন্য তিনি অনেক লেসবিয়ানের সঙ্গে কথাও বলেছিলেন সেসময়। কিন্তু, দুর্ভাগ্যবশত সেটি মুক্তি পায়নি। তবে, মিন্ত্রার এই বিজ্ঞাপনটির মুক্তি পাওয়া ও ভিউয়ার্স সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়াতে তিনি খুশি। তিনিও আশা করেন, এবার হয়ত দেশবাসীর ধারণা পরিবর্তন হবে।