Amar Sangbad
ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫,

মামা ভাগ্নের নতুন গান

প্রিন্ট সংস্করণ॥ বিনোদন প্রতিবেদক

অক্টোবর ৭, ২০১৭, ০৮:৩৭ পিএম


মামা ভাগ্নের নতুন গান

ক্লোজআপ ওয়ান তারকা সাব্বির ও রাশেদ সম্পর্কে মামা-ভাগ্নে। এবার তারা একে অপরের সুরে গান করেছেন। অধরা জাহানের লেখা ‘এসো না মনবীণা’ গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন সাব্বির। গানটিতে কন্ঠ দিয়েছেন রাশেদ। এরইমধ্যে গানটির রেকর্ডিং হয়েছে। শিগগিরই এর মিউজিক ভিডিও নির্মাণ করা হবে বলে জানান রাশেদ। এদিকে জীবন বড়–য়ার লেখা এবং রাশেদের সুরে ‘তোকে চাই’ শিরোনামের গানটিতে  কণ্ঠ দেন সাব্বির। পাশাপাশি এর সঙ্গীতায়োজনও করেছেন তিনি। সাব্বিরের সুরে গান গাওয়া প্রসঙ্গে রাশেদ বলেন, ‘সাব্বির খুব সুন্দর সুর করেছে। যে কারণে গানটি গাইতেও আমার ভীষণ ভালো লেগেছে। আমি খুব আশাবাদী এ গানটি নিয়ে। সবমিলিয়ে একটি দারুণ মেলোডিয়াস গান হয়েছে।’ সাব্বির বলেন, ‘আমার সুর ও সঙ্গীতে রাশেদ মামা গানটি গেয়েছেন, এটা আমার কাছে সত্যিই বেশ ভালোলাগার বিষয়। আর তিনিও আমার জন্য একটি গানের দারুণ সুর করেছেন। শিগগিরই এর কম্পোজিশন আমি নিজেই করবো। আশা করছি এই গানটিতে শ্রোতা -দর্শক নতুনত্ব খুঁজে পাবেন।’ এর বাইরে রোজার ঈদে রাশেদের ‘ভালোবাসা সীমাহীন’ গানটির মিউজিক ভিডিও সিডি চয়েজ মিউজিক থেকে ইউটিউবে প্রকাশিত হয়। এদিকে সাম্প্রতিক সময়ে সাব্বির ও তার স্ত্রী রেহানা জামানের গাওয়া ‘ঢোলে ঢোলে’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এছাড়া শিগগিরই সাব্বিরের সুর ও সঙ্গীতে সাব্বির ও লুবনা জান্নাতের গাওয়া ‘হৃদয় জুড়ে’ গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ হবে। সাব্বিরের একক দুটি অ্যালবাম হচ্ছে ‘আপন আলয়’ ও ‘ভালোবাসা ব্যক্তিগত’। রাশেদের গাওয়া ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।