Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

পর্তুগালে শ্রেষ্ঠ ছবি 'জালালের গল্প’

জুলাই ২৮, ২০১৫, ০৮:৫৬ এএম


পর্তুগালে শ্রেষ্ঠ ছবি 'জালালের গল্প’

    ২০ থেকে ২৬ জুলাই পর্তুগালে অনুষ্ঠিত ১৯-তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেল তরুণ চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমনের প্রথম ছবি 'জালালের গল্প’। পাশাপাশি উৎসবে সেরা অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন এ ছবির অন্যতম অভিনয় শিল্পী মোশাররফ করিম।

উৎসব কর্তৃপক্ষের প্রকাশিত প্রকাশনা থেকে জানা যায় ১২১টি দেশের ২২০০ (দুই হাজার দুইশত)-টি নিবন্ধিত চলচ্চিত্র থেকে ১১৮ ছবি বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। এর মধ্য থেকে বাংলাদেশ, চেকপ্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্র ও স্পেনের ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্যদের চূড়ান্ত ফলাফলে পুরস্কার লাভ করে। চেকপ্রজাতন্ত্রের ‘আফটার ওয়ার, বিফোর ওয়ার’; যুক্তরাষ্ট্রের বিরিভ; স্পেনের 'দ্য ডিসট্যান্স’ ছবিগুলো জুরি বোর্ডের সদস্যদের দ্বারা ‘স্পেশাল মেনশন’ সম্মাননায় ভূষিত হয়। উৎসবে সেরা অভিনেতা-র জন্য বাংলাদেশ থেকে মোশাররফ করিমের পাশাপাশি; চেকপ্রজাতন্ত্রের ছবি ‘আফটার ওয়ার, বিফোর ওয়ার’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য পুরস্কার পায় ইরিনা দেমিখ।

গত ১৯ বছর ধরে পর্তুগালের আভাঙ্কা সিনে ক্লাব এবং এস্তেরেজা মিউনিসিপালিটি ও পর্তুগিজ সরকারের সহায়তায় আয়োজিত হয়ে আসছে এ উৎসব।

উল্লেখ্য যে, ছবিটি ইতিমধ্যে ২০১৪ অক্টোবরে ১৯-তম বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড পেয়েছে এবং উৎসবটির মূল প্রতিযোগিতা বিভাগ 'নিউ কারেন্টস' বিভাগে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে বিশ্ব প্রিমিয়ার করেছিল।

এছাড়াও একই বছরের নভেম্বরে ভারতের গোয়াতে অনুষ্ঠিত ৪৫-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে-র (আইএফএফআই) প্রথমবারের মত আয়োজিত হতে যাওয়া "অ্যা উইন্ডো অন সাউথ এশিয়ান সিনেমা" বিভাগে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে প্রদর্শণের জন্য মনোনিত হয়েছিল ছবিটি। এ বছরের (২০১৫) ফেব্রুয়ারির শুরুতে ভারতের রাজস্থানে অনুষ্ঠিত হওয়া ৭ম জয়পুর চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ছবিটি এবং জালালের গল্পের জন্য ইমন সেখানে সেরা নবাগত নির্মাতার পুরস্কার পেয়েছে। এছাড়াও গত এপ্রিলে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩৩-তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ১৭-২৩ জুলাই ফিজির রাজধানী সুভা-তে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ ফিজি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের -র মূল প্রতিযোগিতা বিভাগে জালালের গল্প প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে।

ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকির আহমেদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালি দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াস সহ আরও অনেকে। আর নাম ভূমিকায় অভিনয় করেছে নবাগত মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান। সংগীত পরিচালনা করেছে চিরকুট।