Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মিস্টার ইউনিভার্স এখন অর্ধনারীশ্বর

আগস্ট ১, ২০১৫, ০১:২২ পিএম


মিস্টার ইউনিভার্স এখন অর্ধনারীশ্বর

    না নারী, না পুরুষ ক্রকের কথায় তিনি ‘জেন্ডারফ্লুইড’। তবে সবার নজরে তিনি একজন রূপান্তরকামী। মারি ক্রক মিস্টার ইউনিভার্স, ম্যাসলম্যান। একসময় ওয়েটলিফটার হিসাবে বিশ্বরেকর্ড করেছিলেন এই বডিবিল্ডার। ২২০ পাউন্ড বিভাগে তুলেছিলেন ২,৫৫১ পাউন্ড। শুধু তাই নয়, ২০০১-এ আর্নল্ড সোওয়ারজেনেগার ক্লাসিক ডব্লিউপিও পাওয়ারলিফটিংয়েও তিনিই ছিলেন চ্যাম্পিয়ন। সেই মারি ক্রক এখন হয়েছেন মাট ক্রোজালেক্সি। কাটাচ্ছেন অর্ধনারীশ্বরের মতো জীবন।

অর্ধনারীশ্বর? হ্যাঁ! মিস্টার থেকে মিসেস হয়েছেন বটে। কিন্তু এখনও পুরোপুরি নারী হয়ে ওঠেনি ক্রক। কখনও মাট, কখন মারি। পুরুষও তিনি, নারীও তিনি। দু’ই সত্ত্বাই কাজ করছে তাঁর মধ্যে। যদিও নারী সত্ত্বই প্রবল কাজ কর তাঁর মধ্যে বলে মনে করেন, মাট। কিন্তু নিজেকে বোঝার জন্য কিছু সময় দিতে চান তিনি।

কিন্তু কেন? কারণ হিসাবে মাট জানিয়েছেন, “আমার তিন ছেলে স্কুলে পড়ে। ওদের হাই-স্কুল শেষ না হওয়া পর্যন্ত আমাকে এমন ভাবেই কাটাতে হবে”। যদিও তিনি বলেন, “ আমার ছেলেদের আমার মেয়ে হয়ে ওঠার পিছনে কোন আপত্তি নেই। ওরা সবসময় আমাকে উৎসাহিত করে”।