Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

জাহিদের হাস্য রসিকতায় অভিভূত মৌটুসী

আগস্ট ১০, ২০১৫, ১০:৫৩ এএম


জাহিদের হাস্য রসিকতায় অভিভূত মৌটুসী

   শুটিং ইউনিটে তো কত মজার কান্ডই ঘটে। সারাদিনের শ্রম আর ক্লান্তি ভুলতে ইউনিটের সবাই মাঝে মাঝে একটু হাসি ঠাট্টাতেও হয় তো মেতে উঠেন। এমনি এক দৃশ্য দেখা গেল রাজধানীর ধানমন্ডির একটি লোকেশনে।

ধানমিন্ডর বিভিন্ন লোকেশনে আহসান আলমগীরের রচনায় ও মজিবুল হক খোকনের পরিচালনায় ‘সেই তুমি কেন ফিরে এলে’ নাটকের দৃশ্যধারণ করা হয়। জাহিদ হাসান, মৌটুসী বিশ্বাস, ও শাহেদ অভিনীত এই নাটকের দৃশ্যে নেয়ার মাঝে মাঝে হয়েছে বেশ মজার ঘটনা। এই যেমন জাহিদ হাসান ও শাহেদ পুরো সেট জোকস বলে হাসিয়ে মাতিয়ে রেখেছেন। তারপর আবার নাকি পরিচালকসহ অন্যান্য সহকর্মীদের অনুরোধে জাহিদ হাসান গানও গেয়েছেন।

আর জাহিদ, শাহেদের কৌতুকে মুগ্ধ মৌটুসী হাসতে হাসতে নাকি ভুলেই গিয়েছিলেন নাটকের দৃশ্যে সিরিয়াস হওয়ার ব্যাপারটিই।

মৌটুসী বলেন, ‘এই নাটকে অভিনয় করতে এসে এত মজা করবো তা ভাবি নি কখনো। জাহিদ ভাই, শাহেদ ভাইসহ ইউনিটের সবাই পুরোটা সময় মাতিয়ে রেখেছিলেন।’

নাটকের সেটে এমন অনেক মজার কান্ড ঘটেই থাকে। এভাবেই চলে ক্যামেরার পেছনের গল্প।
এদিকে এই নাটকের একটি বিশেষ বৈশিষ্ট্যও রয়েছে। এক ঘন্টার নাটকগুলোতে সাধারনত ২২ থেকে ২৫টি দৃশ্যের হয়ে থাকে। তবে গল্পের প্রয়োজনে দৃশ্যে আবার বেড়েও যায়। এই নাটকে মোট দৃশ্যের সংখ্যা ছিল ৩২টি।

আসছে ঈদুল আযহায় নাটটি একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।