Amar Sangbad
ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫,

বিয়ে হলো নাজিবার

প্রিন্ট সংস্করণ॥ বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০১৮, ০৮:৩৬ পিএম


বিয়ে হলো নাজিবার

অভিনয়শিল্পী দম্পতি ফখরুল বাশার মাসুম ও মিলি বাশারের কন্যা মডেল ও অভিনেত্রী নাজিবা বাশারের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে ২৬ জানুয়ারি রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের মাঠে। পাত্র ওসামা রহমান। ২৪ জানুয়ারি নাজিবা এবং ওসামার আকদ সম্পন্ন হয়। উভয়ের পারিবারিক সম্মতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নাজিবা বাশার বলেন, ‘বিয়ে করেছি আমি আমারই একজন শ্রেষ্ঠ বন্ধুকে। বলতে গেলে জীবনের বিভিন্ন সংকটময় মুহুর্তে দুজন দুজনকে কাছে পেয়েছি। আর সেখান থেকে আমাদের বন্ধুত্ব, তারপর প্রেম, প্রেমের পর বিয়ে করি। ওসামাকে পেয়ে আমি ভীষণ খুশি। কারণ সে অনেক সহযোগিতাপরায়ণ একজন মানুষ। সুবর্ণা মুস্তাফা ফুফিকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই সবসময় আমার পাশে থাকার জন্য। আমার বোন নাবিলা বাশার এবং তার স্বামী আনোয়ার হোসেন সবুজের সহযোগিতা ছাড়া বিয়ের আনুষ্ঠানিকতা সম্ভব ছিলো না। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা। দোয়া চাই আল্লাহ যেন আমার বাবা মাকে ভালো রাখেন।’