Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

মানিকের পরিচালনায় আদর-মাহি

বিনোদন প্রতিবেদক

ডিসেম্বর ২৯, ২০২০, ০৩:২৫ পিএম


মানিকের পরিচালনায় আদর-মাহি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছে নন্দিত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। এবার ‌‘যাও পাখি বলো তারে’ শিরোনামে নতুন করে সিনেমায় তৈরির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। গতকাল (২৮ ডিসেম্বর) সিনেমার আনুষ্ঠানিক চুক্তি পর্ব শুরু করেছেন নির্মাতা। 

মানিকের নতুন সিনেমায় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং তার সঙ্গে নায়ক থাকছেন দুইজন। এর মধ্যে একজন চূড়ান্ত হয়েছে বলে জানালেন পরিচালক। তিনি হচ্ছেন আজাদ আদর চৌধুরী। এর মাধ্যমে চতুর্থবারের মতো মাহিকে নিয়ে কাজ করছেন মানিক।

গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, ‘এটা অফ ট্র্যাকের ছবি। আমি কখনও এমন সিনেমা তৈরি করিনি। সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প নিয়ে এটি। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়। অনেক দিন বাংলাদেশে নিখুঁত গ্রামের ছবি নির্মাণ হয় না। চেষ্টা করছি সেটি করার।’

গল্পে মাহি খুবই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। এলাকায় তার পরিবারের বেশ প্রভাব। অপরদিকে আদর দর্জি। মেয়েদের জামাকাপড় বানানোতে তার সুনাম আছে। সে কারণেই আদরের কাছে যায় মাহি।

পরিচালক জানান, গল্পে আরও একটি চরিত্র থাকবে। চেষ্টা করছেন পরিচিত মুখ রাখতে।

২০০৯ সালে ‘মনপুরা’ ছবির জনপ্রিয় গান ‘যাও পাখি বলো তারে’। কৃষ্ণকলির গাওয়া গানটি মানুষের মুখে মুখে ফিরেছিল। এবার এই গানের শিরোনামে তৈরি হচ্ছে সিনেমা। এখন চলছে গান রেকর্ডিং ও প্রি-প্রডাকশনের কাজ। ছবিতে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন মাহিয়া মাহি ও ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম বিজয়ী এ কে আজাদ আদর।

মানিক বলেন, ‘সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়। অনেক দিন বাংলাদেশে নিখুঁত গ্রামের ছবি নির্মিত হয় না। তা ছাড়া আমিও কখনো এমন ছবি তৈরি করিনি। এটি চ্যালেঞ্জ বলতে পারেন।’ 

আদর বলেন, ‘আমার প্রথম ছবি মানিক ভাইয়ের হাত ধরে। তিনি নামকরা পরিচালক। আমি অনেক কিছু শিখেছি তাঁর কাছ থেকে। আশা করছি, ছবিটি সবার ভালো লাগবে।’

আমারসংবাদ/এমআর