বিনোদন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২১, ০৩:২০ পিএম
নতুন বছরে বলিউড তারকা সাইফ আলি খান ও করিনা কাপুর খানের সংসারে আসছে নতুন অতিথি। বর্তমানে এই তারকা দম্পতি ঘরে অতিথি আসার আনন্দে ‘স্বপ্নের বাড়ি’ সাজাতে ব্যস্ত।
জানা গেছে, গতকাল শনিবার মুম্বাইয়ে নিজেদের নতুন বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কারিনা।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা স্বপ্নের বাড়ির ছবিতে দেখা গেছে, আপাতত বাড়ি রিডিজাইনের কাজ চলছে। একটি মিডি ড্রেস পরে একজন মহিলার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। বাড়িটির খুব বেশি অংশ দেখা না গেলেও, করিনার পিছনে একটি কাচের দরজা এবং বইয়ের তাক চোখে পড়ছে। গত বছর থেকেই নতুন বাড়ির কাজ নিয়ে ব্যস্ত তাঁরা।
[media type="image" fid="104055" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]
গত বছর মাঝের দিকে সইফ জানিয়েছিলেন, “আমাদের নতুন বাড়ি সাজানোর কাজ চলছে। দমবন্ধ লাগছে বলে নয়, কাজ কেমন চলছে দেখার জন্য আমাকে ছোটাছুটি করতে হচ্ছে।”
করোনা এই কঠিন সময়ে তারকা দম্পতি ছিলেন তাদের পরিবারের সঙ্গে। লকডাউনে আটকে শুধু পাশে ছিলেন না শর্মিলা ঠাকুর। দিল্লিতে তিনি নিজের বাড়ি নতুন করে সাজাচ্ছিলেন।
২০২০ এর শেষটাও তাঁরা কাটিয়েছেন ভালবাসার মানুষদের সান্নিধ্যে। ‘হলিডে ডেস্টিনেশন’ হিসাবে সিংহভাগ তারকার মতো বেছে নেননি বিদেশের কোনও জায়গাকে। ঘরের ঘেরাটোপে অবসর যাপন করে, ভালবাসার উষ্ণতা গায়ে মেখে স্বাগত জানিয়েছেন নতুন বছরকে।
আমারসংবাদ/এমআর