Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫,

‘বাবু খাইছো’র আদলে এলো ‘বাবু পরছো’

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৮:২০ এএম


‘বাবু খাইছো’র আদলে এলো ‘বাবু পরছো’

গত বছর আলোচনা-সমালোচনার শীর্ষে ছিল ‘বাবু খাইছো’ শিরোনামের একটি গান। এবার সেই আদলেই এসেছে ‘বাবু পরছো’ শিরোনামে আর একটি গান।  

ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। ঈগল মিউজিকের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়াটার এইড বাংলাদেশ।

‘বাবু খাইছো’ গানের নির্মাতারাই এই নতুন গানটি নির্মাণ করেছেন। সোলস ব্যান্ডের অন্যতম সদস্য মীর মাসুম ও ছোট ভাই মীর মারুফ গানটি নির্মাণ করেছেন। 

‘বাবু পরছো?’ গানটি মূলত করোনাভাইরাস মহামারি নিয়ে সচেতনতা বাড়াতেই নির্মান করা হয়েছে বলে জানিয়েছেন ওয়াটার এইড বাংলাদেশ। সঠিকভাবে মাস্ক পরা, নিয়মিত হাত ধোঁয়া এই বিষয় গুলোই গানের কথার মাধ্যেমে তুলে ধরা হয়েছে। 

 দুই ভাইয়ের যৌথ সংগীতায়োজনে গানের কথা লিখেছেন মারুফ নিজেই। এছাড়াও  ডিজে মারুফের সঙ্গে নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন নাশা।  

ঈগল টিমের তত্ত্বাবধায়নে গানের ভিডিওতে অংশ নিয়েছেন আফজাল সুজন, জাহির আলভি, তারেক তানজ, ফাহাদ, ফিরোজ আল মামুন, অন্তরা, সুবাহ, রাবিনা ও শ্রেয়া।

আমারসংবাদ/এডি