কারিনার মাস্কের দাম কতো জানেন?

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ যে ভাবে ছড়াচ্ছে, তাতে স্বাভাবিক ভাবেই আতঙ্কিত সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেবরাও। আতঙ্কিত না হ্যেই উপায় কী! সুপারফিট অক্ষয় কুমার থেকে শুরু করে রণবীর কাপুর , পরেশ রাওয়াল , ভিকি কৌশল , গোবিন্দা , ভূমি পেড়নেকরস অনেকেই আক্রান্ত হয়েছেন করোনায়। করোনার ভয়াবহ এই পরিস্থিতিতে আতঙ্কিত বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। নিজে সচেতন থাকার পাশাপাশি অনুরাগীদেরু পরামর্শ দিচ্ছেন সচেতন হওয়ার।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কারিনা। অভিনেত্রী নিজের একটি কালো মাস্ক পরিহিতা ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এটি কোনও প্রচার নয়। আপনারা মাস্ক ব্যবহার করুন।’
জানেন কী কারিনার এই কালো মাস্কটির দাম কতো?
ভারতীয় গণমাধ্যেম হিন্দুস্তান টাইমসের মতে, অভিনেত্রী লুই ভিটনের মাস্ক পরেছিলেন, যার উপরে একটি সাদা ‘এলভি’ প্রতীক রয়েছে। মাস্কটি পুনরায় ব্যবহারযোগ্য এবং এর নিজস্ব সিল্কের থলিও রয়েছে। মাস্কটি খুব সাধারণ মনে হলেও এটির মূল্য ৩৫৫ ডলার। ভারতীয় মুদ্রায় যা ২৫ হাজার ৯৯৪ টাকা এবং যার পরিমান বাংলাদেশের মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা।
প্রসঙ্গত, খুব শীঘ্রই কারিনাকে দেখা যাবে 'লাল সিং চাড্ডা' সিনেমায়। এই সিনেমায় কারিনার বিপরীতে দেখা যাবে আমির খানকে।
আমারসংবাদ/এডি