বিনোদন ডেস্ক
এপ্রিল ১২, ২০২১, ১০:০০ এএম
ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের।
অভিনেতার সুস্থতার কথা নিশ্চিত করেছেন তার স্ত্রী ফারহানা পাঠান।
তিনি জানান, 'আলহাদুলিল্লাহ, আগের চেয়ে অবস্থা ভালোর দিকে যাচ্ছে। এমআরআই পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট পজিটিভ। ভালো এসেছে। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন আল্লাহর রহমতে। সবাই তার জন্য দোয়া করবেন। '
এর আগে গত ৭ এপ্রিল প্রায় ১৫ দিন পর ডাক্তারের ডাকে অভিনেতা সাড়া দিয়েছেন বলে জানান তার ছেলে রওশন হোসেন পাঠান শরৎ।
তিনি জানান, ‘আব্বু ডাক্তারের ডাকে সাড়া দিয়েছেন। তিনি হাত নাড়িয়েছেন। চিকিৎসক জানান, তার অবস্থা উন্নতির দিকে। কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।’
এর আগে গত ৫ এপ্রিল অভিনেতার পাকস্থলী থেকে রক্তক্ষরণ হয়। গত ২১ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ভর্তি থাকা অবস্থায় রক্তে ব্যাক্টেরিয়া জনিত সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় তাকে।
প্রসঙ্গত, গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল অভিনেতা ফারুককে। এর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। সেখানেই তার রক্তে সংক্রমণ ও টিবি ধরা পড়ে।
আমারসংবাদ/এডি