বিনোদন ডেস্ক
এপ্রিল ১২, ২০২১, ১১:০০ এএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ্যে আসে। খালেদা ছাড়াও গুলশানের বাসভবন ‘ফিরোজার’ আরও আটজন স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানা যায়।
খালেদার ব্যক্তিগত চিকিৎসক মো. মামুন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্তের খবর পেয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর।
সোমবার (১২ এপ্রিল) সকালে সুস্থতা কামনা করে নিজের ব্যক্তিগত ও অফিসিয়াল ফেসবুক পেজ-আইডি থেকে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
লিখেছেন, 'সুস্থ হয়ে আপনার নিজ দেশের সন্তানদের মাঝে ফিরে আসুন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডাম। শত হাজার, লক্ষ, কোটি মানুষের দোয়ায় আপনি এবং আপনার দেশ সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমীন।'
[embed]<div id="fb-root"></div> <script async defer crossorigin="anonymous" src="https://connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v10.0" nonce="St4rHw2Y"></script> <div class="fb-post" data-href="https://www.facebook.com/asif.akbar.bd/posts/322955522522382" data-width="500" data-show-text="true"><blockquote cite="https://www.facebook.com/asif.akbar.bd/posts/322955522522382" class="fb-xfbml-parse-ignore">Posted by <a href="https://www.facebook.com/asif.akbar.bd">ASIF</a> on <a href="https://www.facebook.com/asif.akbar.bd/posts/322955522522382">Sunday, April 11, 2021</a></blockquote></div>[/embed]
আমারসংবাদ/এডি