Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

৫ হাজার করোনা যোদ্ধার পাশে সালমান

বিনোদন ডেস্ক

এপ্রিল ২৬, ২০২১, ০৮:২৫ এএম


৫ হাজার করোনা যোদ্ধার পাশে সালমান

করোনা সংক্রমণের প্রভাব ক্রমশ বেড়েই চলছে। একদিকে যেমন বাড়ছে সংক্রমণের সংখ্যা, তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিশ্বের প্রতিটি দেশই হিমশিম খাচ্ছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে। তবে সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বেশি টালমাটাল ভারত। প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড। একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। 

এদিকে হাসপাতালে বেড়েছে বেডের অভাব। অক্সিজেন সঙ্কটে দেশজুড়ে হাহাকার। করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে ৫ হাজার করোনা যোদ্ধার খাবারের বন্দোবস্ত করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। 

শিবসেনার যুব শাখার সঙ্গে মিলিত ভাবে চিকিৎসক, নার্স, পুরসভার কর্মী, প্রশাসন সহ ৫ হাজার করোনা যোদ্ধার হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন অভিনেতা।

রোববার (২৫ এপ্রিল) থেকে সালমান এবং শিবসেনার এই মিলিত প্রচেষ্টা চালু হয়েছে।

দলের কোর কমিটির সদস্য রাহুল কনল এক বিবৃতিতে ভারতীয় গণমাধ্যেমকে জানান, সালমানের ‘ভাইজানস কিচেন’ থেকে টিফিন এবং পানির বোতল তুলে দেওয়া হচ্ছে সবার হাতে। ভাইজান নিজে দাঁড়িয়ে থেকে খাবারের মান পরীক্ষা করছেন।

তিনি আরও জানান, সালমানের মা সালমা খান তাদের বাংলোর নিরাপত্তারক্ষীদের নিজের হাতে খাবার বানিয়ে খাইয়েছেন। এ বিষয়ে রাহুলের বলেন, ‘বারবরই সালমান করোনা যোদ্ধাদের প্রচণ্ড শ্রদ্ধা করেন। তারা দিনের পর দিন অতিমারি ঠেকানোর যুদ্ধে ব্যস্ত। তাই ভাইজান তাদের সুবিধার্থেই এই পদক্ষেপ নিয়েছেন’।

জানা যায়, যত দিন মুম্বাইয়ে লকডাউন চলবে তত দিন ‘ভাইজেনস কিচেন’ এবং শিবসেনার যুব শাখা যৌথ ভাবে বাইকুল্লা থেকে জুহু এবং বান্দ্রা (পূর্ব) থেকে বিকেসি অঞ্চলে খাবার পৌঁছে দেবে। আপাতত ৫ হাজার জনের খাবার পৌঁছে দেওয়া হবে। আগামী দিনে সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ অর্থাৎ ১০ হাজার হবে, এমনটাই আশ্বাস রাহুলের।

প্রসঙ্গত, গত বছর লকডাউনের সময় ‘বিইং হাংরি’ যানে করে পরিযায়ী শ্রমিকদের রেশন পৌঁছে দিয়েছিল সালমান খানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিইং হিউম্যান’। এবার ভাইজান সাহায্যের হাত বাড়িয়ে দিলেন করোনা যোদ্ধাদের দিকে।

আমারসংবাদ/এডি