Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ভোটের দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে!

বিনোদন ডেস্ক

মে ২, ২০২১, ০৮:০০ এএম


ভোটের দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে!

অভিনয়ের মাঠে ছক্কা হাকিয়ে, গোল এখন ভোটের ময়দানে সেরা হওয়ার। বিধানসভার একুশের নির্বাচনে তৃণমূল-বিজেপি উভয় দলেই তারকাপ্রার্থীর ছড়াছড়ি। সবাই লড়ছেন বড় বড় নেতাদের বিপক্ষে। ভোটের ময়দানে এরা একে অপরকে দিচ্ছেন জোর টক্কর। সিনেমার লাইমলাইট ছেড়ে প্রচারণা চালিয়েছেন পায়ে হেঁটে জনসাধারণের বাড়ি বাড়ি যেয়ে। কোথাও কোনো ত্রুটি রাখেননি তারকারা।

অবশেষে অপেক্ষার প্রহর শেষ। শুরু হয়েছে নির্বাচনের ভোট গণনা।

চলুন জেনে নেই কোন আসনে কে এগিয়ে আর কে পিছিয়ে--

ভারতীয় গণমাধ্যেম এনডিটিভির খবরে জানা যায়, আসানসোল দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ পিছিয়ে আছেন। চুঁচুঁরা থেকে বিজেপির প্রার্থী লকেট পিছিয়ে আছেন।

বেহালা পূর্বতে এগিয়ে আছেন বিজেপির প্রার্থী পায়েল সরকার। কলকাতা থেকে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।

কামারহাটিতে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। অন্যদিকে কৃষ্ণনগর উত্তরে এগিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। পিছিয়ে রয়েছেন তৃণমূলের কৌশানি মুখোপাধ্যায়।

উত্তরপাড়ায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক। মেদিনীপুরে জুন মালিয়া এগিয়ে।

ব্যারাকপুর থেকে রাজ চক্রবর্তী এগিয়ে আছেন। অভিনেত্রী শুভশ্রীর স্বামী এই পরিচালক তৃণমূল থেকে লড়ছেন। বাকুরা থেকে অভিনেত্রী সায়ন্তিকা এগিয়ে আছেন। তিনি তৃণমূল কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টালিগঞ্জে এগিয়ে আছেন আর এক মন্ত্রী অরূপ বিশ্বাস। পিছিয়ে আছেন বিজেপির এমপি বাবুল সুপ্রিয়।  চণ্ডীতলা থেকে বিজেপির প্রার্থী যশ পিছিয়ে রয়েছেন। শিবপুরে তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি এগিয়ে আছেন।

ভবানীপুর থেকে পিছিয়ে আছেন জনপ্র্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বেহালা পশ্চিমে পিছিয়ে আছেন বিজেপির শ্রাবন্তী চ্যাটার্জি। চণ্ডীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী সোহম।

কৃষ্ণনগর উত্তরে পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশানি মুখার্জি। 

নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে পিছিয়ে আছেন।

আমারসংবাদ/এডি