Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

গায়িকা প্রভার আত্মপ্রকাশ (ভিডিও)

বিনোদন ডেস্ক

অক্টোবর ২৭, ২০২১, ০৪:৩০ এএম


গায়িকা প্রভার আত্মপ্রকাশ (ভিডিও)

বিভিন্ন সময় নানাভাবে আলোচনায় উঠে এসেছে জনপ্রিয় মডেল, অভিনেত্রী প্রভা। শুরুর দিকে মেরিল সোপের একটি বিজ্ঞাপনে কাজ করে রাতারাতি আলোচনায় আসেন তিনি। এরপর বনে যান পুরোদস্তর মডেল।

এ বিজ্ঞাপনের পর প্রভা অভিনয় শুরু করেন নাটকে। অবশ্য সফলও হন তিনি। 

ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন প্রভা। অবশ্য মাঝে বেশ কয়েকবার নানা কারণে আলোচনায় আসেন তিনি। ব্যক্তিগত কিছু কর্মকাণ্ডের জন্য নানাভাবে সমালোচিতও হন প্রভা।

যার কারণে মিডিয়া থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। কিন্তু পরে সব কিছু কাটিয়ে আবারও কাজে ফিরে আসেন প্রভা। এরপরে আবার নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। 

তবে এবার প্রকাশ্যে এলো প্রভার অন্য এক প্রতিভা। প্রথমবারের মতো গান গেয়েছেন তিনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন সেই গান। শিরোনাম ‘আমি শুনেছি সেদিন তুমি’। মৌসুমী ভৌমিকের গাওয়া বিখ্যাত এই গান নিজের কণ্ঠে ধারণ করে শ্রোতাদের সঙ্গে শেয়ার করেছেন প্রভা। সঙ্গে রয়েছে দৃষ্টিনন্দন ভিডিও।

[embed]<iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/GS4CJAukgzQ" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>[/embed]

অভিনেত্রী প্রভা কীভাবে গানে এলেন, কী ভেবে গান গাইলেন- সেই পেছনের গল্পটা তিনি শেয়ার করেছেন। প্রভা বলেন, ‘আম্মু আমাকে গান গাওয়াতে চেয়েছিলেন ছোটবেলা থেকেই। কিন্তু গানের চর্চা করতে ভালো লাগত না আমার। তাই গান নিয়ে আর এগোনো হয়নি। বন্ধুদের সামনেও যখন গুনগুন করতাম, তারা প্রশংসা করত। গান গাওয়ার উৎসাহ দিত।’

সবার উৎসাহ থেকেই গান গেয়েছেন প্রভা। তবে কাজটা ছিল পরীক্ষামূলক। কেবল নিজেকে যাচাই করার জন্য। সংগীত তারকা ইমরানের স্টুডিওতে গিয়ে আড্ডার ছলে রেকর্ড করেন গানটি। এরপর শুনে দেখলেন, মন্দ হয়নি। শ্রোতাদের সঙ্গেও শেয়ার করা যায়।

প্রভার ভাষ্য, ‘রেকর্ড করার পর গানটা শুনে মা খুব পছন্দ করেন, আবেগপ্রবণ হয়ে পড়েন। তাই ভাবলাম, ইউটিউবে প্রকাশ করি। এখন দেখা যাক, মানুষ কীভাবে নেয়।’

ভবিষ্যতে গান নিয়ে কি পরিকল্পনা আছে? এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন, ‘হ্যাঁ, গান নিয়ে আমার পরিকল্পনা আছে। গান করব। তবে বিস্তারিত এখনই বলতে চাই না। সময় হলে জানাব।’

এদিকে প্রভার ইউটিউব চ্যানেলে চোখ রাখলে দেখা যায়, তার গাওয়া গানটি উন্মুক্ত করা হয়েছে গত ২২ অক্টোবর। এর ভিডিও সম্পাদনা করেছেন এস এম তুষার।

গানের ডেসক্রিপশনে প্রভা লিখেছেন, ‘অবশেষে আমার সবচেয়ে প্রিয় গানটি গাওয়ার সাহস করে ফেললাম। গানই আমার প্রথম ভালোবাসা ছিল। তবে অনেক বছর আগে গানের চর্চা ছেড়ে দিয়েছিলাম। আবারও ফিরে এলাম। আশা করি, সবাই পছন্দ করবেন।’

আমারসংবাদ/এডি