Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ মে, ২০২২, ৬ জ্যৈষ্ঠ ১৪২৯

বড় বাজেটের সিনেমা দিয়ে ফিরছেন আনুশকা

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১, ২০২২, ১০:১০ এএম


বড় বাজেটের সিনেমা দিয়ে ফিরছেন আনুশকা

বহু দিন বড় পর্দায় দেখা যায়নি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে। কবে আবার তিনি অভিনয়ে ফিরবেন সেই অপেক্ষায় ছিলেন নায়িকার অনুরাগীরা। তবে শোনা যাচ্ছে, সেই অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। 

আনুশকা শর্মার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, এই মুহূর্তে তার হাতে রয়েছে ৩টি বড় প্রজেক্ট। এর মধ্যে দুটি মুক্তি পাবে সিনেমা হলে। আর একটি ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।আর এটিই নাকি এখনও পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মের সব চেয়ে বড় ক্যানভাসের ছবি হতে চলেছে।

যদিও তিনি এখনও কিছু জানাননি। তবে শিগগিরই নতুন প্রজেক্টের ঘোষণা করবেন।

আনুশকা স্বামী সন্তান নিয়ে মাঝের সময়টা সুন্দর কাটিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও খুব দেখা গেছে তাকে। ছুটি কাটানোর ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

তবে ভক্তরা তাকে পর্দায় ফের দেখার জন্য অপেক্ষায় ছিলেন।

আমারসংবাদ/এডি