Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

অস্কারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পোয়াটিয়ে আর নেই

বিনোদন ডেস্ক

জানুয়ারি ৮, ২০২২, ০৭:১০ এএম


অস্কারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পোয়াটিয়ে আর নেই

মারা গেছেন হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা অভিনেতা সিডনি পোয়াটির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। সিডনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি সেরা অভিনেতা হিসাবে অস্কার জিতেছিলেন।

সিডনির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাহামাসের ডেপুটি প্রধানমন্ত্রী চেস্টার কুপার।

‘লিলিস অব দ্য ফিল্ড’ ছবির জন্য ১৯৬৩ সালে অস্কার পান তিনি। সেরা অভিনেতা হিসাবে এই পুরস্কার পেয়েছিলেন তিনি। 

১৯৫৫ সালে ‘ব্ল্যাকবোর্ড জঙ্গল’ সিনেমা দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু করেন তিনি। ছবিতে স্কুল ছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘দ্য ডিফায়েন্ট ওয়ানস’ ছবির জন্য ১৯৫৮ সালে প্রথম বার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন অভিনেতা। 

তবে মনোনয়ন পাওয়ার পাঁচ বছর পর এই পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। সিডনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

১৯২৭ সালে মিয়ামিতে জন্মেছিলেন সিডনি। কৃষক পরিবারের সন্তান। বেশ কয়েক মাসের প্রিম্যাচিওর বেবি হিসেবে জন্মেছিলেন বলে ছেলেকে নিয়ে তার মা চিন্তিত ছিলেন। বেড়ে ওঠা বাহামাসে। ১৬ বছর বয়সে নিউ ইয়র্কে চলে আসেন। 

এরপরই আমেরিকান নিগ্রো থিয়েটারে নাট্যচর্চা শুরু করেন। আর ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। অভিনয় জীবনে সফলতার শীর্ষে পৌঁছেছিলেন। 

আমারসংবাদ/এডি