Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ জুলাই, ২০২২, ২২ আষাঢ় ১৪২৯

প্রথমবার পর্দায় দেখা মিলবে ভিকি-ক্যাট জুটির

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২২, ১০:৪৫ এএম


প্রথমবার পর্দায় দেখা মিলবে ভিকি-ক্যাট জুটির

গেল বছরের শেষে গাঁটছড়া বেঁধেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তবে ক্যাটের রিয়েল লাইফের হিরো ভিকির সাথে রিল লাইফে কখনও দেখা যায়নি।

ফলে ফ্যানদের একটি মনোবাঞ্ছা এখনও অপূর্ণই থেকে গেছে অফস্ক্রিনের এই পছন্দের জুটিকে অনস্ক্রিনে দেখা।

তবে ভিক্যাটের অনুরাগীদের জন এবার সুখবর আসতে চলেছে। শোনা যাচ্ছে, অনুরাগীদের ইচ্ছা বেশিদিন অসম্পূর্ণ থাকবে না। 

বলিউডের অন্দরমহলে কানাঘুষো শোনা যাচ্ছে ফারহান আখতারের পরবর্তী ছবি জি লে জারা -তে ক্যাটরিনার বিপরীতে দেখা যাবে হ্যান্ডসাম ভিকি কৌশলকে।

এই ছবি তিন মেয়ের সফরের কথা বলবে। প্রধান ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনা কইফ, প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটকে। পরের অবভিয়াস প্রশ্ন ছিল, এই তিন নায়িকার বিপরীতে কোন হিরোদের দেখা যাবে। সেই হিরো খুঁজতেই কাল ঘাম ছুটেছে ফারহান আখতারের। অবস্থা এমনই যে নিজেই কোনও একজনের বিপরীতে অভিনয় করবেন বলেও স্থির করে ফেলেছেন ফারহান। 

তার আশা, তাকে দেখে ইন্ডাস্ট্রির অন্য অভিনেতারা এই ছবিতে কাজ করার জন্য রাজি হবেন।

সূত্রের খবর, ভিকি কৌশল নাকি এই ছবিতে ক্যাটরিনার বিপরীতে অভিনয়ের জন্য রাজিও হয়ে গেছেন। ফলে ভিকি-ক্যাট ভক্তদের মনে খুশির জোয়ার। দুই নায়কের নাম মোটামুটি ফিক্সডই বলা যেতে পারে। ফলে ফারহান আখতারের কাজ আরও খানিকটা সহজ হয়ে গেল।

আমারসংবাদ/এডি