Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

বাগদান সম্পন্ন, তাসনুভা তিশার বিয়ে ২ ফেব্রুয়ারি

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২২, ০৫:৫০ পিএম


বাগদান সম্পন্ন, তাসনুভা তিশার বিয়ে ২ ফেব্রুয়ারি

দেশের শোবিজে আবারও বিয়ের খবর। শনিবার বাগদান সম্পন্ন হয়ে গেল অভিনেত্রী তাসনুভা তিশার। হবু বরের নাম সৈয়দ আজগর। তিনি এক এজেন্সিতে কর্মরত রয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি দুজন গাঁটছড়া বাঁধবেন বলে গণমাধ্যমে জানান তিশা।

আজগরের সঙ্গে তাসনুভা তিশার পরিচয় ২০২০ সালে। এরপর থেকে বন্ধুত্ব ও প্রেম। এবার বিয়ের সিদ্ধান্ত নিলেন তারা। তিশা বলেন, ‘যেহেতু আমার সন্তান রয়েছে তাই আজগরের পরিবার বিষয়টি কীভাবে নেবে সেটা নিয়ে চিন্তায় ছিলাম। কিন্তু তারা সবদিক থেকে পজেটিভ। সবার কাছে দোয়া চাইছি।’

তিনি বলেন, ‘আমাদের বনশ্রীর বাসায় গতকাল দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। আর বিয়েতে দুই পরিবার ও আমার কয়েকজন কাছের মানুষ উপস্থিত থাকবেন। এরপর বিয়ের অনুষ্ঠানটাও হয়তো একই মাসে করব। তখন সবাইকে নিমন্ত্রণ জানাব।’

এটি তাসনুভা তিশার দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। এর আগে ২০১৪ সালে তিনি ভালোবেসে বিয়ে করেন ফারজানুল হককে। চার বছরের মাথায় তিশার সেই সংসার ভেঙে যায়। ওই পরিবারে তিশার এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

আমারসংবাদ/এমএস