Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫,

দশ দিন আইসিইউ-তেই, স্থিতিশীল লতা

বিনোদন ডেস্ক

জানুয়ারি ২০, ২০২২, ০৭:৫৫ এএম


দশ দিন আইসিইউ-তেই, স্থিতিশীল লতা

দেখতে দেখতে কেটে গেল ১০ দিন। এখনও করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি  বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর।

গায়িকার মুখপাত্র জানিয়েছেন, আপাতত স্থিতিশীল তিনি। চিকিৎসকরা সম্মতি দিলেই বাড়ি নিয়ে আসা হবে তাকে।

করোনার কিছু মৃদু উপসর্গ ছিল লতার। একই সঙ্গে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন তিনি। দুইয়েরই চিকিৎসা চলছে হাসপাতালে। 

তার চিকিৎসক প্রতীত সমদনি সংবাদমাধ্যমকে বলেছেন, “লতাজি এখনও আইসিইউ-তেই আছেন। ওনাকে সুস্থ করে তোলার জন্য আমরা সব রকমের চেষ্টা করছি। আপনারা ওনার দ্রুত আরোগ্য কামনা করুন।”

জানা যায়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা। আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মঙ্গলবার থেকে তিনি তরলের পাশাপাশি ভাত-রুটির মতো স্বাভাবিক খাবারও খেতে শুরু করেছেন। বাইরে থেকে অক্সিজেনও দিতে হচ্ছে না তাকে।

এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় লতাকে নিয়ে অতি সাবধানী চিকিৎসকরা। আর তাই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বাড়ি ফেরার অনুমতি পাবেন না গায়িকা।

আমারসংবাদ/এডি