Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

ডিজিটাল প্লাটফরমের যুগে এখন ভিউয়ের পেছনে দৌঁড়াচ্ছে সবাই

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

এপ্রিল ২, ২০২৩, ০৯:০৯ পিএম


ডিজিটাল প্লাটফরমের যুগে এখন ভিউয়ের পেছনে দৌঁড়াচ্ছে সবাই

তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল গীতিকার সাইফুল বারী। ইতোমধ্যে গান লিখে শ্রোতা মহলে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। 

আসন্ন ঈদুল ফিতর নিয়ে গানের ব্যস্ততা ও সমসাময়িক বিষয় নিয়ে এই গীতিকারের সঙ্গে কথা বলেছেন মো. সোহাগ বিশ্বাস।

কেমন আছেন?
বেশ ভালো আছি।

ঈদের কি কি গান নিয়ে আসছেন?
ঈদের জন্য দশটির বেশি গানের কাজ শেষ করেছি। ‘স্বার্থপর’ শিরোনামে একটি গান গেয়েছেন ফজলুর রহমান বাবু,  ‘ফলাফল’ শিরোনামে গেয়েছেন যাযাবর পলাশ, ‘পরাণে পরাণ বান্ধিয়া’ গেয়েছেন স্বপ্নীল রাজ, ‘কুল ভাঙ্গিয়া গেলো’ গেয়েছেন এইচপি হৃদয়, ‘ছাড়লাম ঘর বাড়ি’ গায়েছেন বিজন, ‘রঙিলা বন্ধুয়া’ গেয়েছেন অধরা বৃষ্টি। এই মূহুর্তে আর মনে করতে পারছি না।

গান নিয়ে আপনার পরিকল্পনা কি?
গান আমার ধ্যানজ্ঞান। গানের জন্যই জীবনের স্বাদ আহ্লাদ ত্যাগ করে ঢাকায় পড়ে রয়েছি। খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য একটি জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করছি। পাশাপাশি বারী ল্যাবস নামে একটি অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। যতোদিন আছি গানের সাথেই থাকতে চাই। শেষ নিশ্বাস নেওয়ার আগেও যেন লিখে যেতে পারি সৃষ্টি কর্তার কাছে এই প্রার্থনা করি ।

সমসাময়িক গান নিয়ে আপনার ভাবনা কি?
ডিজিটাল প্লাটফরমের যুগে এখন ভিউয়ের পেছনে দৌঁড়াচ্ছে সবাই। গান শোনার থেকে দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে ভালো কথার গানগুলো মুখ থুবড়ে খেয়ে পড়ছে। এর মাঝেও যে ভালো ভালো গান হচ্ছে। এটা আমাদের জন্য সুবাতাস বটে।

সোহাগ/আরএস

Link copied!