Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫,

যেখানকার মানুষ সারাদিন শুধু পর্নো দেখেন!

জানুয়ারি ১৪, ২০১৬, ০৭:২৫ এএম


যেখানকার মানুষ সারাদিন শুধু পর্নো দেখেন!

পর্নগ্রাফি ভিডিও দেখার বিষয়ে অলিম্পিক হলে সেখানে ভারত ব্রোঞ্জ জিতত। বিশ্বের সবচেয়ে বড় নীল ছবির ওয়েবসাইটে পর্নো হাব এর সমীক্ষা অনুযায়ী পর্নো ভিডিও দেখার বিষয়ে গোটা বিশ্বে ভারত তো তৃতীয় স্থানে আছে। এমন খবর তো অনেক শুনলেন। কিন্তু এই রিপোর্টেই অদ্ভুত এক তথ্য উঠে এসেছে।

দেখা যাচ্ছে বিশ্বের মাত্র একটা শহরের মানুষ সব সময় পর্নগ্রাফিক ভিডিও দেখছেন। কোনও না কোনও সময় সেই শহরের অন্তত হাজারজন মানুষ নীল ছবির মায়াজালে আচ্ছন্ন। এমনটা বিশ্বের এমন কোনও শহরে হয়নি।

তবে একেবারে পরিষ্কার করে বলা হয়নি সেই শহরের নাম। তবে মেক্সিকোর কোনও এক শহরে এই ঘটনা ঘটেছে বলে এক ওয়েবসাইটের খবর।
পর্নগ্রাফিক দেখার বিষয়ে প্রথম দশ দেশ
১) আমেরিকা, ২) গ্রেট ব্রিটেন, ৩) ভারত, ৪) কানাডা, ৫) জার্মানি, ৬) অস্ট্রেলিয়া, ৭) ইতালি, ৮) ব্রাজিল, ৯) মেক্সিকো, ১০) জাপান।