Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মারা গেছে খানজাহানের 'ধলাপাহাড়'

ফেব্রুয়ারি ৫, ২০১৫, ০৯:৪২ এএম


মারা গেছে খানজাহানের 'ধলাপাহাড়'

 

বাগেরহাটের ঐহিত্যবাহী হয়রত খানজাহান আলী (র.) এর মাজার দিঘির শতবর্ষী কুমির ‘ধলাপাহাড় কুমির’টি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মারা গেছে।

মাজারের খাদেম হুমাউন কবির ফকির বলেন, দিঘির পাড়ের বাসিন্দারা সকালে কুমিরটিকে দিঘির পানিতে ভাসতে দেখে। প্রশাসনের লোকদের জানান। এরপর তারা এসে কুরিটিকে উদ্ধার করেছে।

প্রানী সম্পদ বিভাগের তত্বাবধানে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের মাজার প্রাঙ্গণে কুমিরটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
                       
বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকেন্দু শেখর গায়েন বলেন, মৃত কুমিরটি প্রায় ৯ ফুট লম্বা। এই প্রজাতির মিঠা পানির কুমির সাধারণত ১১ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কুমিরটির বয়স আনুমানিক ১০০ বছর। প্রাথমিকভাবে আমরা মনে করছি কুমিরটি অতিরিক্ত ফ্যাট রোগে (Yellow Fat Dieses)  এ আক্রন্ত হয়ে মাদি কুমিরটির মৃত্যু হয়েছে।

তবে এর সঠিক কারন জানার জন্য আমরা কুমিরটির ময়না তদন্ত সম্পূর্ণ করেছি। গুরুত্বপূর্ণ আলামত গুলো আমরা ঢাকায় পাঠিয়েছি। সেখানে পরীক্ষা-নীরিক্ষার পরে কুমিরটির মৃত্যুর আসল কারন জানা যাবে।

মাজারের অন্য এক খাদেম মোঃ মোস্তফা ফকির জানান, কুমিরটির মৃত্যুতে মাজারের আশপাশের লোকজন ও খাদেমদের মধ্যে একটি শোক নেমে এসেছে। সকাল থেকে হাজার হাজার মানুষ কুমিরটিকে দেখতে এসেছে। প্রানিসম্পদ বিভাগের লোকজন কুমিরটির ময়না তদন্ত করেছে। ধলাপাহারকে এখন দিঘির প্রধান ঘাটের পাশে কবর দেওয়ার কাজ চলছে।