Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

একনজরে বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামের তালিকা

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২, ২০২১, ০৯:০৫ এএম


একনজরে বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামের তালিকা

একসময় ঘূর্ণিঝড়ের নামে থাকতো নির্দিষ্ট নম্বর এবং যে সাগরের জলভাগে এর জন্ম হচ্ছে, তার নামের অংশ। কিন্তু সে সব নামকরণ সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য ছিলো। এরফলে তাণ্ডবলীলার পূর্বাভাস দেয়া, মানুষ বা জাহাজ বা জলযানগুলোকে সতর্ক করা কঠিন হয়ে পড়তো।

এরপর ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোতে ঝড়ের নামকরণ শুরু হয়। এর আগে থেকেই ব্রিটেন বা অস্ট্রেলিয়া এলাকায় ঝড়ের নামকরণ করা হতো। 

২০০৯ সালে বিধ্বংসী ঘূর্ণিঝড় আয়লার দিয়েছিল মিয়ানমার। ঘূর্ণিঝড় ‘ফণী’-র নাম দিয়েছিল বাংলাদেশ। এটি ২০১৯ সালে উত্তর ভারত মহাসাগরের মৌসুমের দ্বিতীয় নামাঙ্কিত ঝড় এবং প্রথম অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়। 

ফণী ২৬ এপ্রিল ২০১৯ সালে ভারতীয় মহাসাগরে সুমাত্রার পশ্চিমে গঠিত একটি ক্রান্তীয় নিম্নচাপ থেকে সৃষ্টি হয়।

২০১৯-এ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর নাম দিয়েছিল ভারত। এর পাঁচ বছর আগে ঘূর্ণিঝড় ‘হুদহুদ’-এর নাম দিয়েছিল ওমান। 

ইজরাইলের জাতীয় পাখির নামে এই নামকরণ করা হয়েছিল। শুধু ‘হুদহুদ’-ই নয়। প্রতি ঘূর্ণিঝড়ের নামের সঙ্গেই জড়িয়ে থাকে কোনো দেশের ঐতিহ্য। 

হুদহুদের মতো বুলবুল-ও পাখি। ‘ফণী’র অর্থ সাপ। ঘূ্র্ণিঝড় তিতলি-র নাম দিয়েছিল পাকিস্তান। তিতলি মানে, প্রজাপতি। আর থাইল্যান্ডের দেয়া নাম আমপান বা উম পুনের অর্থ, আকাশ। অর্থাৎ প্রকৃতির রুদ্ররূপের নামকরণ হয় প্রকৃতির বিভিন্ন অংশের নামেই।

‘জাওয়াদ’ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সৌদি আরব। আরবি ভাষায় এর অর্থ হলো- করুণাময় বা উদার।

আরও কিছু ঘূর্ণিঝড়ের নামের তালিকা  নিচে দেয়া হলো-

নাম অর্থ দেশ
অনিল বাতাস বাংলাদেশ
আকাশ উদার ভারত
সিডর চোখ  শ্রীলঙ্কা
নার্গিস ফুল পাকিস্তান
রেশমি কোমল শ্রীলঙ্কা
খাইরুন উত্তম ওমান
নিসা নারী বাংলাদেশ
বিজলী বিদ্যুৎ ভারত
আইলা ডলফিন মালদ্বীপ
ওয়ার্ড ফুল ওমান
মহাসেন সৌন্দর্য্য শ্রীলঙ্কা
কোমেন বিস্ফোরক থাইল্যান্ড
রোয়ানু নারকেল ছোবড়ার দড়ি মালদ্বীপ
নাদা আশা ওমান
মোরা সাগরের তারা থাইল্যান্ড
গাজা হাতি শ্রীলঙ্কা
আম্ফান আকাশ থাইল্যান্ড
নিসর্গ প্রকৃতি বাংলাদেশ
কিয়ার বাঘ মায়ানমার
হিক্কা হেঁচকি মালদ্বীপ
বায়ু বাতাস ভারত
গতি গতিবেগ ভারত
বুরেভী ব্ল্যাক ম্যানগ্রোভ মালদ্বীপ
টাউকটে গেকো টিকটিকি মায়ানমার
ইয়াস/যশ হতাশা ওমান

আমারসংবাদ/এআই