Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

‘ঘূর্ণিঝড় জাওয়াদ’ নাম এলো যেভাবে

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২১, ১১:৫০ এএম


‘ঘূর্ণিঝড় জাওয়াদ’ নাম এলো যেভাবে

বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থার (ইএসসিএপি) তালিকা অনুযায়ী, ঘূর্ণিঝড় জাওয়াদ নামকরণ করেছে সৌদি আরব। আরবি শব্দ জাওয়াদ অর্থ উদার, দয়ালও কিংবা দানশীল। বলা হচ্ছে এই ঘূর্ণিঝড়টি অন্য ঘূর্ণিঝড়ের তুলনায় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হবে না। 

১৯৫৩ সালে আটলান্টিক অঞ্চলে এক চুক্তির মাধ্যমে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়। ভারত মহাসাগর এলাকায় এর প্রচলন শুরু হয় ২০০৪ সালে। কোনো ঘূর্ণিঝড়ের নামকরণ করতে সদস্য দেশগুলো তাদের পক্ষ থেকে একটি তালিকা দেয়। 

এরপর তাদের দেয়া নামগুলো বর্ণনানুক্রমে সাজানো হয়। আর এই তালিকা থেকে একটির পর একটি ঝড়ের নামকরণ করা হয়। এই ক্রম এমনভাবে সাজানো হয় যেন প্রত্যেকবার ভিন্ন দেশের দেয়া নাম সামনে আসে।

আমারসংবাদ/এআই